Class 12 বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ)

Class 12 বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ)

Class 12 বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ)

বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ)

একক-৪ : বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ) ( 13 Marks)

১। বাংলা গদ্যসাহিত্যের বিকাশ : ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

 

২। মহাকাব্য ও আখ্যানকাব্যের সাধারণ পরিচয়; মধুসূদন দত্ত ; গীতিকাব্যের পরিচয় – বিহারীলাল চক্রবর্তী

 

৩। মহাকাব্য ও আখ্যানকাব্যের সাধারণ পরিচয় ; মধুসুদন দত্ত ; গীতিকাব্যের পরিচয় – বিহারীলাল চক্রবর্তী

 

৪। নাটক – মধুসুদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় ও বিজন ভট্টাচার্য তারাশংকর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৫। উপন্যাস – ও মানিক বন্দ্যোপাধ্যায়

Class 12 বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ)

Class 12 বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ)

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: মান-১

 

১. রবীন্দ্রনাথের একটি অতি প্রাকৃত গল্পের নাম লেখো।

উ: রবীন্দ্রনাথের একটি অতি প্রাকৃত গল্পের নাম হল— ‘ ক্ষুধিত পাষাণ’

 

২. বঙ্কিমচন্দ্রের লেখা ঐতিহাসিক উপন্যাসটির নাম কী ?

উ: বঙ্কিমচন্দ্রের লেখা ঐতিহাসিক উপন্যাসটির নাম হল—‘রাজসিংহ’।

 

৩. বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাসের সংখ্যা কটি ?

উ: বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাসের সংখ্যা মোট চোদ্দোটি।

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

৪. বঙ্কিমচন্দ্রের ‘Rajmohan’s Wife রচনাটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?

উঃ বঙ্কিমচন্দ্রের ‘Rajmohan’s Wife’ রচনাটি Indian Field পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।

 

৫. রবীন্দ্রনাথের রোমান্টিক ও মিস্টি ক উপন্যাসগুলির নাম লেখো।

উ: রবীন্দ্রনাথের রোমান্টিক ও মিস্টিক উপন্যাসগুলির নাম—‘চতুরঙ্গ’ (১৯১৬) এবং ‘শেষের কবিতা’ (১৯২৯)।

 

৬. রবীন্দ্রনাথের দুটি দ্বন্দ্বমূলক উপন্যাসের নাম লেখো।

উ: রবীন্দ্রনাথের দুটি দ্বন্দ্বমূলক উপন্যাসের নাম হল—‘চোখের বালি’ (১৯০৩), ‘নৌকাডুবি’ (১৯০৬)।

 

৭. রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাসটির নাম লেখো।

উঃ রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস হল ‘গোরা’। এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯১০ খ্রিস্টাব্দে।

 

৮. শরৎচন্দ্রের জীবিতকালে শেষ উপন্যাসটির নাম লেখো।

উ: শরৎচন্দ্রের জীবিতকালে শেষ উপন্যাসটির নাম হল—‘বিপ্রদাস’।

 

৯. শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কী ?

উ: শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম হল—‘শ্রীকান্ত’ ।

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

১০. শরৎচন্দ্রের দুটি ছোটোগল্পের নাম কী?

উ: শরৎচন্দ্রের দুটি ছোটোগল্পের নাম হল— ‘দর্পচূর্ণ’, ‘আধারে আলো’।

 

১১. বিভূতিভূষণের দুটি বিশিষ্ট উপন্যাসের নাম লেখো।

উ: বিভূতিভূষণের দুটি বিশিষ্ট উপন্যাসের নাম— ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’।

 

১২. পথের পাঁচালীউপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয় ?

উ: ‘পথের পাঁচালী’ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।

 

১৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?

উ: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়।

 

১৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত রচনা কোন্‌টি ?

উ: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত রচনা—‘অতসী মামী’ ।

 

১৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন্ উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কারলাভ করেন ?

উ: ‘গণদেবতা’ উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ‘জ্ঞানপীঠ পুরস্কার’ লাভ করেন।

 

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

 

১৬. কমলাকান্তের দপ্তরকার লেখা ?

উ: ‘কমলাকান্তের দপ্তর’বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়ের লেখা।

 

১৭. শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম কী ?

উ: শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসটির নাম হল—’শ্ৰীকান্ত।

 

১৮. বাংলার স্কটকাকে বলা হয় ?

উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বাংলার স্কট’ বলা

 

১৯. শরৎচন্দ্র কোন্ গল্পটি লিখে কুন্তলীনপুরস্কার পান ?

উ: শরৎচন্দ্র ‘মন্দির’ গল্পটি লিখে ‘কুন্তলীন’ পুরস্কার পান।

 

  1. ত্রিপুরার কাহিনি নিয়ে লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম কী ?

উঃ ত্রিপুরার কাহিনি নিয়ে লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম হল- ‘রাজর্ষি’ |

 

২১. দিবারাত্রির কাব্যউপন্যাসটির লেখক কে ?

উ: ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসটির লেখক হলেন মাণিক বন্দ্যোপাধ্যায়।

 

২২. জলসাঘরকে রচনা করেন ?

উ: ‘জলসাঘর’ রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

২৩. কোন্ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকা আছে ?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাসে ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকা আছে।

 

২৪. দেবদাসকার লেখা ?

উ: ‘দেবদাস’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।

 

২৫. রবীন্দ্রনাথ মোট ক-টি উপন্যাস লিখেছেন ?

উ: রবীন্দ্রনাথের উপন্যাস সংখ্যা হল ১৩টি

 

২৬. বঙ্কিমচন্দ্রের লেখা দুটি মনস্তত্ত্বমূলক উপন্যাসের নাম লেখো।

উ: বঙ্কিমচন্দ্রের লেখা দুটি মনস্তত্ত্বমূলক উপন্যাস হল – (১) রজনী, (২) বিষবৃক্ষ।

 

২৭. রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাসটির নাম কী?

উঃ রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাসের নাম হল— ‘বউঠাকুরানীর হাট’।

 

২৮. রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোটোগল্পটির নাম লেখো।

উ: রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোটোগল্পের নাম হল—’ভিখারিণী’।

 

২৯. রবীন্দ্রনাথের লেখা দুটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো।

উ: রবীন্দ্রনাথের লেখা দুটি রাজনৈতিক উপন্যাস হল– (১) ঘরে বাইরে, (২) গোরা।

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

৩০. শরৎচন্দ্র রচিত একটি পারিবারিক উপন্যাসের নাম লেখো।

উ: শরৎচন্দ্র রচিত পারিবারিক উপন্যাসটি হল ‘পল্লীসমাজ’ ।

 

৩১. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কী ?

উ: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসটি হল— ‘চৈতালি ঘুর্ণি’।

 

৩২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী ?

উ: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হল—‘কামন্দক’।

 

৩৩. শ্রীকান্তউপন্যাসটি কটি পর্বে/খণ্ডে রচিত ?

উ: শ্রীকান্ত উপন্যাস চারটি পর্বে/খণ্ডে রচিত।

 

 ৩৪. পথের পাঁচালীউপন্যাসটি প্রকাশিত হয় কোন্ পত্রিকায় ?

উ: ‘পথের পাঁচালী’ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।

 

৩৫. চোখের বালিউপন্যাসটি কার লেখা?

উ: ‘চোখের বালি’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

 

৩৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ?

উ: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হল বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’।

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

৩৭. কোন্‌ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম্সংগীত রয়েছে ?

উ: ‘আনন্দমঠ’ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম্ সংগীত রয়েছে।

 

৩৮. বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাসের প্রথম ও সার্থক স্রষ্টা কে?

উ: বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাসের প্রথম ও সার্থক স্রষ্টা হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। তাঁর উপন্যাসটি হল ‘কয়লাকুঠি’।

 

৩৯. গোরাউপন্যাসটির রচয়িতা কে ?

উ: ‘গোরা’ উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

 

৪০. হাঁসুলি বাঁকের উপকথাউপন্যাসটির খক কে ?

উ: ‘হাঁসুলি বাঁকের উপকথা’ উপন্যাসটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

 

৪১. মুচিরাম গুড়ের জীবনচরিতকার লেখা ?

উ: ‘মুচিরাম গুড়ের জীবনচরিত’ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।

 

৪২. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক উপন্যাসটির নাম কী?

উ: বাংলা সাহিত্যের প্রথম মৌলিক উপন্যাস হল ‘ফুলমণি ও করুণার বিবরণ’।

 

৪৩. বঙ্কিমচন্দ্রের লেখা একটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো।

উ: বঙ্কিমচন্দ্রের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস হল ‘রাজসিংহ’।

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

 

৪৪. রাজর্ষিউপন্যাসের নাট্যরূপ কী ?

উ: ‘রাজর্ষি’ উপন্যাসের নাট্যরূপ হল ‘বিসর্জন’।

 

 ৪৫. আরণ্যকউপন্যাসটি কার লেখা ?

উ: ‘আরণ্যক’ উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।

 

৪৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসটির নাম কী?

উ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসটির নাম হল ‘পথের পাঁচালী।’

 

৪৭. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম ছোটোগল্পটির নাম কী?

উ: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোটোগল্পটির নাম হল ‘রসকলি’ (১৯২৭)।

 

৪৮. কোন্ উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান ?

উ: ‘গণদেবতা’ উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান।

 

৪৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীকেন্দ্রিক উপন্যাসটির নাম লেখো।

উ: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীকেন্দ্রিক উপন্যাসটির নাম হল ‘পদ্মানদীর মাঝি’

 

৫০. ছোটো বকুলপুরের যাত্রীছোটোগল্পটির রচয়িতা কে ?

উ: ‘ছোটো বকুলপুরের যাত্রী’ ছোটোগল্পটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়।

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

৫১. বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাসটির নাম কী?

উ: বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাসটির নাম হল—‘কৃষ্ণকান্তের উইল’।

 

৫২. রবীন্দ্রনাথের একটি সমাজসমস্যামূলক গল্পের নাম কী ?

উ: রবীন্দ্রনাথের একটি সমাজসমস্যামূলক গল্পের নাম হল ‘দেনাপাওনা’।

 

৫৩. রবীন্দ্রনাথ স্বদেশি আন্দোলনের পটভূমিকায় কোন্ উপন্যাস রচনা করেন ?

উ: রবীন্দ্রনাথ স্বদেশি আন্দোলনের পটভূমিকায় ‘ঘরে বাইরে’ উপন্যাস রচনা করেন।

 

৫৪. রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম কী ?

উ: রবীন্দ্রনাথের প্রথম ছোটোগল্পের নাম হল ‘ভিখারিণী’।

 

৫৫. গ্রন্থ হিসাবে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি ?

উ: গ্রন্থ হিসাবে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস ‘করুণা’।

 

৫৬. শরৎচন্দ্রের রচিত প্রথম মুদ্রিত উপন্যাস কোন্‌টি ?

উ: শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত উপন্যাস হল ‘বড়দিদি’।

 

৫৭. শরৎচন্দ্রের রচিত রাজনৈতিক উপন্যাসটির নাম কী ?

উ: শরৎচন্দ্র রচিত রাজনৈতিক উপন্যাসটির নাম

হল ‘পথের দাবী’

৫৮.শরৎচন্দ্রের ছদ্মনাম কী ?

উ: শরৎচন্দ্রের ছদ্মনাম হল ‘অনিলা দেবী’।

 

৫৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম রচনা কোনটি ?

উ: মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম রচনা হল—‘অতসী মামী’।

৬০.ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উ:১৮০০ সালে।

৬১.রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভোরের পাখিবলে আখ্যায়িত করেছেন?
উ:বিহারীলাল চক্রবর্তীকে।

৬২.মেঘনাদবধ কাব্যটি কে রচনা করেন?
উ:মাইকেল মধুসূদন দত্ত।

৬৩.কোন ছন্দের অনুকরণে ব্রজরাঙ্গনাকাব্য এর সৃষ্টি?
উ:Ottava Rima ছন্দের অনুকরণে।

৬৪.মধুসূদন দত্তের একটি ইংরেজি কাব্যের নাম লিখ।
উ:’The Captive Lady’

৬৫.বিদ্যাসাগরের কার কোন গ্রন্থের অনুবাদ?
উ:উইলিয়াম শেক্সপিয়ারের’Comedy of Errors’

৬৬.মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচিত একটি গ্রন্থের নাম লিখ?
উ:বত্রিশ সিংহাসন।

৬৭.বিদ্যাসাগরের কথামালাগ্রন্থটি কোন গ্রন্থের অনুবাদ?
উ:’Fables of Aesop’

৬৮.মধুসূদন দত্ত তার কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান?
উ:রামরাম বসু

৬৯.বিহারীলাল চক্রবর্তী রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ টির নাম লেখ?
উ:সারদামঙ্গল

৭০.মেঘনাদবধ কাব্য কটি সর্গে বিভক্ত?
উ:নটি সর্গে।

৭১.প্রবোধ চন্দ্রিকাগ্রন্থের লেখক কে?
উ:মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

৭২.মধুসূদন দত্ত রচিত পত্র কাব্যটির নাম কি?
উ:বীরাঙ্গনা।

৭৩.তোতা ইতিহাসগ্রন্থটির রচয়িতা কে?
উ:চন্ডীচরণ মুন্সী।

৭৪.রত্ন পরীক্ষা গ্রন্থটি কার লেখা?
উ:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৭৫.শ্রীকান্তকি ধরনের উপন্যাস?
উ:আত্মজীবনীমূল।

৭৬.বিদ্যাসাগর কে কে যথার্থ শিল্পী হিসাবে আখ্যা দিয়েছেন?
উ:রবীন্দ্রনাথ ঠাকুর।

৭৭.দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা শাহজাহান নাটকটি কি ধরনের নাটক?
উ:ঐতিহাসিক নাটক।

৭৮.বিজন ভট্টাচার্যের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি?
উ:নবান্ন।

৭৯.বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থটির নাম কি?
উ:রাজা প্রতাপাদিত্য চরিত্র।

৮০.মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা একটি গ্রন্থের নাম লিখ।
উ:রাজাবলি।

৮১.বাংলা সাহিত্যের প্রথম ট্রেজিডি নাটক কোনটি?
উ:কৃষ্ণকুমারী।

৮২.মধুসূদনের শ্রেষ্ঠ কাব্য কোনটি?
উ:মেঘনাদবধ

 

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

More Information my YouTube Video and Visit StudyTripura.Com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *