Class 10 Economics অর্থনীতি Suggestion Notes TBSE Economics is a social science that explores how individuals, businesses, and governments make choices about allocating resources to meet their needs and desires. In Class 10, the Economics curriculum focuses on understanding the basic principles and applications of economics in real-world scenarios. It helps students grasp how economic activities impact societies and the role of various economic policies. We are share very relevant question and Answer and MCQs for upcoming TBSE bord exam 2024-2025
অর্থনীতি
ভারতের অর্থনীতির ক্ষেত্রসমূহ:
সঠিক উত্তরটি বাছাই করো: মান: ১
- একটি দ্রব্যের উৎপাদন মূলত প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে হলে সেটি নীচের কোন্ক্ষেত্রটির কাজকর্ম হবে ?
- A) প্রাথমিক
- B) মাধ্যমিক
- C) তৃতীয়
- D) তথ্যপ্রযুক্তি
উত্তর: A)প্রাথমিক।
- ভারতের প্রধান অর্থনৈতিক কাজকর্ম হল—
- A) শিল্প
- B) সেবা
- C) কৃষি।
- D) কোনোটিই নয়
উত্তর: C) কৃষি
3.তৃতীয় ক্ষেত্রের অপর নাম-
- A) সরকারি ক্ষেত্র
- B) বেসরকারি ক্ষেত্র
- C) সেবাক্ষেত্র
- D) সংগঠিত ক্ষেত্র
উত্তর: C) সেবাক্ষেত্র।
- মাধ্যমিক ক্ষেত্রের অপর নাম হল—
- A) শিল্পক্ষেত্র
- B) কৃষিক্ষেত্র
- C) সেবাক্ষেত্র
- D) মূলক্ষেত্ৰ
উত্তর: : A) শিল্পক্ষেত্র।
- নীচের কোটি সেবাক্ষেত্রের অন্তর্গত নয় ?
- A) বিমা
- B) কলসেন্টারের কর্মী
- C) মহাজন
D)উদ্যানপালন
উত্তর: D) উদ্যানপালন ।
- MGNREGA প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অবদান—
- A) 55%
- B) 68%
- C) 90%
- D) 95%
উত্তর: C) 90% ।
- নীচের কোনটি অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য ?
- A) কাজের নিরাপত্তা নেই
- B) কর্মীরা সবেতন ছুটি পান না
- C) কাজের নিয়মনীতি অনুসৃত হয় না
- D) সবকটিই
উত্তর: D) সবকটিই
- সেবাক্ষেত্রের উদাহরণ—
- A) বাসন তৈরি
- B) উদ্যানপালন
- C) দুগ্ধ শিল্প
- D) গুদাম ঘর
উত্তর: D) গুদাম ঘর
- নগদ শস্য হল-
- A) ধান
- B) গম
- C) পাট
- D) আলু
উত্তর: C) পাট
- জাতীয় গ্রামীণ কর্মসংস্থার নিশ্চয়তা আইন প্রবর্তিত হয়—
- A) 1990 খ্রিস্টাব্দে
- B) 2002 খ্রিস্টাব্দে
- C) 2004 খ্রিস্টাব্দে
- D) 2005 খ্রিস্টাব্দে
উত্তর: D) 2005 খ্রিস্টাব্দে।
- বেসরকারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত হল
- A) SAIL
- B) WEBEL
- C) TISCO
- D) LICI
উত্তর: C) TISCO
- MGNREGA অনুসারে কর্ম নিশ্চয়তা প্রদান করা হয়-
- A) 150 দিন
- B) 100 দিন
- C) 365 দিন
- D) 200 দিন
উত্তর: B) 100 দিন
- প্রাথমিক ক্ষেত্র অন্তর্গত হল-
- A) কৃষিকাজ
- B) দুগ্ধ উৎপাদন
- C) খনি শিল্প
- D) বস্রায়ন
উত্তর: A) কৃষিকাজ
- কোন ক্ষেত্রের শ্রমিকরা দ্রব্য উৎপাদন করে না
- A) সেবা
- B) কৃষি
- C) শিল্প
- D) কোনোটিই নয়
উত্তর: A) সেবা
এক কথায় উত্তর দাও: মান:১
1.. ভারতে কবে নতুন শিল্পনীতি ঘোষিত হয় ?
উত্তর: ভারতে নতুন শিল্পনীতি গৃহীত হয় 1991 খ্রিস্টাব্দে।
- একটি অসংগঠিত ক্ষেত্রের উদাহরণ দাও ।
উত্তর: দিনমজুর বা কুটির শিল্পের শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের উদাহরণ।
- TISCO-এর পুরো নাম কী
উত্তর: TISCO-এর পুরো নাম হল—Tata Iron and Steel Company Limited.
- MGNREGA-এর একটি উদ্দেশ্য লেখো ।
উত্তর: MGNREGA-এর একটি উদ্দেশ্য হল— 100 দিনের কাজের মাধ্যমে গ্রামাঞ্চলের
- প্রাথমিক ক্ষেত্র কী ?
উত্তর:মানুষ প্রকৃতি থেকে যখন সরাসরি সম্পদ আহরণ করে কিংবা প্রকৃতির বুকে সম্পদ উৎপাদন করে,অর্থনীতির সেই ক্ষেত্রকে প্রাথমিক ক্ষেত্র বলে।
- প্রাথমিক ক্ষেত্রের দুটি উদাহরণ দাও?
উত্তর: কৃষিকাজ ও খনিজ সম্পদ আহরণ হল প্রাথমিক ক্ষেত্রের উদাহরণ।
- অর্থনৈতিক ক্ষেত্র বলতে কী বোঝায় ?
উত্তর: অর্থনৈতিক ক্ষেত্র বলতে সেই সমস্ত কাজকর্মকে বোঝায় যেগুলি মূলত অর্থ আয়ের জন্য সংঘটিত হয়ে থাকে। যেমন—দ্রব্যসামগ্রী উৎপাদন, সেবা সম্পাদন।
- মাধ্যমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কাজগুলি কী কী ?
উত্তর: মাধ্যমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কাজগুলি হল—শিল্প উৎপাদন, বিদ্যুৎশক্তি উৎপাদন, বস্ত্রবয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি ।
- প্রারম্ভিক অবস্থায় অর্থনৈতিক কার্যাবলির প্রধান ক্ষেত্র কী ছিল ?
উত্তর: প্রারম্ভিক অবস্থায় অর্থনৈতিক কার্যাবলির প্রধান ক্ষেত্র ছিল কৃষিকাজ ও পশুপালন
- কোন ক্ষেত্র অন্য সকল ক্ষেত্রের উৎপাদনে ভিত্তি হিসেবে কাজ করে?
উত্তর: শিল্প ক্ষেত্র।
- ২০১৩-১৪ বর্ষে কোন ক্ষেত্রটি ভারতের বৃহত্তম উৎপাদনকারী ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে?
উত্তর: তৃতীয় ক্ষেত্র।
- একটি সংগটিত ক্ষেত্রের উদাহরণ দাও।
উত্তর: শিক্ষক
অতি সংক্ষিপ্ত উত্তর দাও: মান: ২
১.অর্ধবেকার বলতে কী বোঝো ?
উত্তর: কোনো উৎপাদনক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশিমাত্রায় লোক নিয়োজিত থাকলে উৎপাদন ক্ষেত্রটি থেকে কিছু লোককে সরিয়ে নিলেও মোট উৎপাদানে কোনো প্রভাব পড়ে না। ছাঁটাইপ্রাপ্ত এই শ্রমিকরাই হল অর্ধবেকার।
২.MGNREGA কী? M-2
উত্তর: MGNREGA-এর পুরো অর্থ হল Mahatma Gandhi National Rural Employment Guarantee Act. I গ্রামের সকল ব্যক্তির কার্য সুনিশ্চিত করার জন্য 2005 খ্রিস্টাব্দে এটি পাস হয়।
৩.বেসরকারি ক্ষেত্র বলতে কী বোঝায় ?
উত্তর: যেসব অর্থনৈতিক ক্ষেত্রে কাজকর্ম বেসরকারি মালিকানায় ও উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, তাকে বেসরকারি ক্ষেত্র বলে।
৪. অসংগঠিত ক্ষেত্র কাকে বলে?
উত্তর: অসংগঠিত ক্ষেত্র এই ক্ষেত্রে কর্মচারীদের চাকুরির কোনো নিরাপত্তা নেই। যেমন— একটি দোকানের বা ছোটো কারখানার মালিক কর্মীদের যে-কোনো সময় নোটিস না দিয়েই কাজ ছেড়ে চলে যেতে বলতে পারেন।
৫. সংগঠিত ক্ষেত্র কাকে বলে?
উত্তর: এই ক্ষেত্রের কর্মীদের চাকুরির নিরাপত্তা বজায় থাকে। এর অর্থ হল কোনো স্বাভাবিক অবস্থায় (অর্থাৎ, চুরি-জোচ্চুরির মতো কোনো অসৎ বা নীতিবিরুদ্ধ কার্যকলাপে জড়িত না থাকলে) কর্মীদের চাকরি হারানোর বা নিয়োগহীনতার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
৬. বেকারত্ব বেকারত্ব বলতে কী বোঝো ?
উত্তর: বেকারত্ব: বেকার বলতে সেই সকল ব্যক্তিদের বোঝায় যারা কর্মক্ষম কিন্তু অনেক অনুসন্ধান
ও প্রচেষ্টার পরেও কাজের সুযোগ পাচ্ছেন না; কর্মের এই অনিচ্ছাকৃত নিয়োগহীনতাকেই বেকারত্ব বলে।
৭. চূড়ান্ত দ্রব্য কাকে বলে?
উত্তর: যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য কোনো দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করা হয় না, শুধুমাত্র ভোগের কাজে ব্যবহার করা হয় তাকে চূড়ান্ত দ্রব্য বলা হয়। যেমন— পাউরুটি, কলম, সাবান ইত্যাদি।
৮. ছদ্দবেশী বেকারত্ব কাকে বলে?
উত্তর: উৎপাদন ক্ষেত্র থেকে শ্রমশক্তি প্রত্যাহার করে নিলেও মোট উৎপাদনের কোনো পরিবর্তন না হলে এরূপ অতিরিক্ত শ্রমিকদের প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলা হয়।
সংক্ষিপ্ত ভাষায় উত্তর দাও: মান:৪
১. ভারতীয় অর্থনীতিতে সাম্প্রতিককালে তৃতীয় ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধির কারণগুলি আলোচনা করো
উত্তর: ভারতীয় অর্থনীতিতে সাম্প্রতিককালে তৃতীয় ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধির কারণগুলি হল—
প্রথমত→অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়ে চলতে থাকলে সেবাকেন্দ্রের বিভিন্ন দিক খুলে যায়, যেমন—যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক ও বিমা ব্যবস্থা, ইত্যাদি।
দ্বিতীয়ত→প্রাথমিক ও মাধ্যমিক ক্ষেত্র দুটি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৃতীয় ক্ষেত্রটির (প্রদেয় সেবা সরবরাহের, যেমন—পরিবহণ ব্যবস্থার) ওপর অধিক
থেকে অধিকতরভাবে নির্ভরশীল হতে থাকে।
তৃতীয়ত→ প্রথম দুটি ক্ষেত্রে সম্পদের অপ্রাচুর্যতা দেখা গেলেও তৃতীয় ক্ষেত্রটির সম্প্রসারণের ফলে ভারতের ক্রমবর্ধমান শ্রমশক্তির নিয়োগ সম্ভব হয়ে উঠেছে।
চতুর্থত→ অর্থনৈতিক উন্নয়নের ফলে জনগণের ভোগের ধরনের পরিবর্তন ঘটে থাকে। যেমন অনেকেই বাড়ির খাবার কম খেয়ে রেস্তোরাঁর খাবার বেশি খান। এ ছাড়া এখন বিভিন্ন অ্যাপ-এর মাধ্যমে বাড়িতেও খাবার পৌঁছে দেওয়া হয়। অনেকে আবার অধিক বিনোদনমূলক দ্রব্য ও সেবাকাজ বেশি পরিমাণে ভোগ করতেথাকেন। যেমন-প্রমোদভ্রমণ, থিয়েটার বা সিনেমা দেখা ইত্যাদি। এই সকল কারণে
২. অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষার্থে সরকারের কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো ?
উত্তর : অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুরক্ষা প্রদান
করতে সরকারের নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া উচিত—
[i] সরকারকে এই ক্ষেত্রের শ্রমিকদের জন্যপ্রয়োজনীয় নিয়মকানুন প্রবর্তন ও বলবৎ করতে হবে।
[ii] ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উচ্চফলনশীল বীজ, সার ও অন্যান্য উপকরণ যেমন-ব্যাংক ঋণ ইত্যাদি সরবরাহ করে সহায়তা করতে হবে। এ ছাড়া সরকারকে বেকার না। ভাতা দিতে হবে এবং বেকার মহিলা ও পুরুষদের স্বল্প সুদে ঋণ দিতে হবে যাতে তাদের স্বনিয়োগের সুযোগ সৃষ্টি হয়।
[iii] এ ছাড়া অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের অন্যান্য সুযোগসুবিধা প্রদান করতে হবে। যেমন— নির্দিষ্ট সময়ের বেশি কাজ করার জন্য অতিরিক্ত মজুরি, পূর্ণ বেতন-সহ ছুটি, প্রভিডেন্ট ফান্ড, রাষ্ট্রীয় বিমা ইত্যাদি।
৩.2005-এর MGNREGA রূপায়ণের উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো।
উত্তর : MGNREGA (2005) রূপায়ণের উদ্দেশ্য হল প্রতিটি অভাবী গ্রামীণ পরিবারের অন্তত একজন সদস্যকে বছরে 100 দিনের জন্য চাকুরির নিরাপত্তা প্রদান। এই আইনটি দেশের 200টি জেলায় কাজের অধিকারকে বলবৎ করেছে। এই অধিকারটির অর্থ হল—সরকার যদি চাকুরির নিরাপত্তা না দিতে পারেন, তাহলে সরকার আইনগতভাবে বেকারভাতা দিতে বাধ্য থাকবেন।
মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচির কয়েকটি বৈশিষ্ট্য হল—
[i] এই প্রকল্পে গ্রামাঞ্চলে প্রতিটি পরিবারের কমপক্ষে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রদান করা হয়।
[ii] এই প্রকল্পে কাজের জন্য গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক নাম নথিভুক্তকারী ব্যক্তিদের একটি করে ‘জব কার্ড’ দেওয়ার ব্যবস্থা করা হয় এবং কার্ড প্রদানের 15 দিনের মধ্যে কাজের ব্যবস্থা করা হয়।
iii] এই প্রকল্পে এক-তৃতীয়াংশ মহিলাকে কাজ দেওয়ার কথা বলা হয়।
iv] ন্যূনতম মজুরির পরিমাণ 120 টাকা নির্ধারণ করা হয়।
৪. সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পার্থক্য লেখ।
সংগঠিত ক্ষেত্র
i)এই ক্ষেত্রের কর্মীদের চাকুরির নিরাপত্তা বজায় থাকে। এর অর্থ হল কোনো স্বাভাবিক অবস্থায় (অর্থাৎ, চুরি-জোচ্চুরির মতো কোনো অসৎ বা নীতিবিরুদ্ধ কার্যকলাপে জড়িত না থাকলে) কর্মীদের চাকরি হারানোর বা নিয়োগহীনতার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
ii)এই ক্ষেত্রে কর্মীদের স্থায়ী বা নিয়মিত কাজ থাকে এবং কর্মচারীদের প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হয়।
iii)এক্ষেত্রে বেতন ব্যতিরেকে কর্মীরা অন্যান্য অনেক সুযোগসুবিধা পেয়ে থাকেন, যেমন – পেনশন, প্রভিডেন্ট ফান্ড, রাষ্ট্রীয় বিমা, চিকিৎসার বায় ইত্যাদি।
অসংগঠিত ক্ষেত্র
i)এই ক্ষেত্রে কর্মচারীদের চাকুরির কোনো নিরাপত্তা নেই। যেমন— একটি দোকানের বা ছোটো কারখানার মালিক কর্মীদের যে-কোনো সময় নোটিস না দিয়েই কাজ ছেড়ে চলে যেতে বলতে পারেন ।
ii)এই ক্ষেত্রে কর্মচারীদের নিয়মিত বা স্থায়ীভাবে কোনো কাজ থাকে না এবং ঋতু-বহির্ভূত ক্ষেত্রে তাদের অলস হয়ে বসে থাকতে হয়। কাজ করার সময় তাদের কোনো নির্দিষ্ট সময় থাকে না। তাদের যথাসম্ভব অধিক পরিশ্রম করতে বাধ্য করা হয় ।
iii)এই ক্ষেত্রে বেতন ব্যতিরেকে কোনো প্রকারের
অতিরিক্ত সুযোগসুবিধা বা অর্থ প্রদান করা হয় না
Class 10 Economics অর্থনীতি Suggestion Notes TBSE
উন্নয়ন
সঠিক উত্তর বাছাই কর: মান:১
- কোনো দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি হল—
- a) মাথাপিছু আয়
- b) স্বাস্থ্য
- C) গড় সাক্ষরতা
- d) সবগুলি
উত্তর: d) সবগুলি ।
2.. World Development Report প্রকাশ করে যে সংস্থাটি—
(a) বিশ্বব্যাংক
- b) সম্মিলিত জাতিপুঞ্জ
- c) UNDP
- d) IMF
উত্তর: c) UNDP
- মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান হল—
- a) 131 তম
- b) 132 তম
- c) 133 তম
- d) 148 তম
উত্তর: b) 132 তম ।
- সুস্থায়ী উন্নয়ন কীসের ওপর গুরুত্ব দেয় ?
- a) জাতীয় আয়
- b) প্রাকৃতিক সম্পদ
- c) সাক্ষরতার অনুপাত
- d) শিশু মৃত্যুহার
উত্তর:(b) প্রাকৃতিক সম্পদ।
- উন্নয়নের অন্যতম প্রধান নির্দেশক হল—
- a) আয়
- b) লাভ
- c) ব্যয়
- d) কোনোটিই নয়
উত্তর: a)আয়।
- যে প্রক্রিয়ায় কোনো দেশের আয় বৃদ্ধি ঘটে—
- a) উন্নয়ন
- b) সম্প্রসারণ
- c) প্রযুক্তি
- d) মানব উন্নয়ন
উত্তর: d) মানব উন্নয়ন।
- মানব বিকাশ সূচকের মাপকাঠি হল—
- a) শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ
- b) আয়, উৎপাদন, শিক্ষা
- c) শিক্ষা, স্বাস্থ্য, আয়
- d) কোনোটিই নয়
উত্তর: c)শিক্ষা, স্বাস্থ্য, আয়।
- ভারতের যে রাজ্যে সর্বোচ্চ সাক্ষরতা রয়েছে—
- a) অরুণাচল প্রদেশ
- b) তামিলনাড়ু
- c) কেরল
- d) দিল্লি
উত্তর: c) কেরল।
এক কথায় উত্তর দাও: মান:১
- মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন্ সংস্থা –
উত্তর: মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে UNDPI ।
- HDI-এর পুরো নাম কী ?
উত্তর: HDI-এর পুরো নাম হেল Human উক্ত Development Index।
3.উন্নয়নের মুখ্য নির্ধারকগুলি কী কী ?
উত্তর: উন্নয়নের মুখ্য নির্ধারকগুলি হল—মাথাপিছু আয়, শিক্ষা, স্বাস্থ্য।
4.জাতীয় উন্নয়ন বলতে কী বোঝো ?
উত্তর: যখন সমাজের কোনো নির্দিষ্ট শ্রেণি নয়, বরং সমগ্র দেশের ব্যক্তি ও সমাজের সামগ্রিক কাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন ঘটে এবং মানুষের চাহিদা ও প্রত্যাশা পূরণ হয়, তাকে জাতীয় উন্নয়ন বলে।
- উন্নয়ন একটি কী ধরনের প্রক্রিয়া ?
উত্তর: উন্নয়ন হল একটি ধারাবাহিক প্রক্রিয়া।
- একটি হস্তান্তর আয়ের উদাহরণ দাও।
উত্তর: হস্তান্তর আয়ের উদাহরণ হল বেকার ভাতা।
- GDP কী ?
উত্তর: একটি নির্দিষ্ট সময়কালে (1 বছরে) একটি দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও পরিসেবার সামগ্রিক মূল্যকে ওই দেশের ওই সময়ের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP বলে।
- IMR কী?
উত্তর:কোনো একটি নির্দিষ্ট বছরে প্রতি 1000 শিশুর জন্মের নিরিখে যত সংখ্যক শিশু এক বছরের আগে মারা যায়, তাকে শিশুমৃত্যুর হার বলে।
- সরকারি ক্ষেত্র বলতে কী বোঝায় ?
উত্তর: যখন কোনো প্রতিষ্ঠান, শিল্প বা ব্যাবসা- বাণিজ্যের মালিকানা, পরিচালনা ইত্যাদি সমস্ত কিছু ওই দেশের সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে সরকারি ক্ষেত্র বলে ।
- মানব উন্নয়ন বলতে কী বোঝো ?
উত্তর: সুস্বাস্থ্য, শিক্ষা, উন্নত জীবনযাত্রা, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে জনগণের সামগ্রিক উন্নয়ন ঘটলে তাকে মানব উন্নয়ন বলে।
- উন্নয়নের ভিত্তিতে পৃথিবীর দেশগুলিকে ক-ভাগে ভাগ করা যায় ও কী কী ?
উত্তর: উন্নয়নের দিক থেকে বিচার করে বিভিন্ন দেশকে তিন ভাগে ভাগ করা যায়, যথা— a) অনুন্নত বা স্বল্পোন্নত দেশ, b) উন্নত দেশ, c) উন্নয়নশীল দেশ।
- আর্থিক উন্নয়ন বলতে কী বোঝো ?
উত্তর: সাধারণভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটে, তাকে উন্নয়ন বলে।
- গড় আয় কী ?
উত্তর: কয়েকজন ব্যক্তির সমজাতীয় আয়ের সমষ্টিকে তাদের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায়, তাকে গড় আয় বলে।
- মাথাপিছু আয় কাকে বলে ?
উত্তর: কোনো একটি নির্দিষ্ট বছরে দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে, যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ।
সংক্ষিপ্ত উত্তর দাও: মান:২
- উন্নয়নশীল দেশ কাকে বলে ?
উত্তর: উন্নয়নশীল দেশ: যে-সমস্ত দেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে সম্পূর্ণ উন্নত নয়, উন্নতির পথে অগ্রসর হচ্ছে, সেই সমস্ত দেশকে উন্নয়নশীল দেশ বলে।
- উন্নয়নশীল দেশের দু’টি বৈশিষ্ট্য লেখ
উত্তর: বৈশিষ্ট্য: উন্নয়নশীল দেশের তিনটি বৈশিষ্ট্য হল—
[i] উন্নয়নশীল দেশে উন্নয়নের লক্ষণগুলি দেখা দিলেও তা পুরোপুরি উন্নত স্তরে পৌঁছায়নি।
[ii] উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি এবং অধিকাংশ জনগণ এখনও দারিদ্র্যসীমার নীচে বসবাস করে।
- সম্পূর্ণ নাম লেখো: PCI, PDS, BMI,UNDP.
উত্তর: PCI = Per Capita Income
PDS= Public Distribution System
BMI = Body Mass Index
UNDP United Nations Development Programme
4.. ভারতকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করা কতটা যুক্তিযুক্ত ?
উত্তর: মানব উন্নয়ন সূচক অনুযায়ী ভারত একটি উন্নয়নশীল দেশ। ভারতের HDI হল 0.645 এবং ভারতের স্থান সমগ্র পৃথিবীতে 131 তম (2021)। বিভিন্ন কারণে বলা যায় ভারতবর্ষ ক্রমশ উন্নত হচ্ছে।
- উন্নয়নের প্রেক্ষাপটে স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: দীর্ঘকালীন ভিত্তিতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে উন্নয়নের বিজ্ঞানভিত্তিক সম্প্রসারণকেই দীর্ঘস্থায়ী উন্নয়ন বলে। এর অর্থ হল পুনর্নবীকরণের অযোগ্য সম্পদগুলির যথেচ্ছ ব্যবহার বন্ধ করে এগুলিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা।
- কোন্ কোন্ বিষয়গুলি জাতীয় উন্নয়নের অন্তর্ভুক্ত ?
উত্তর : যখন সমাজের কোনো নির্দিষ্ট শ্রেণি নয়, বরং সমগ্র দেশের আর্থসামাজিক কাঠামোর উন্নতি ঘটে এবং জীবনযাত্রার মানের উন্নয়ন সম্ভব হয়, তাকে জাতীয় উন্নয়ন বলে। জাতীয় উন্নয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি হল—
[i] মাথাপিছু আয়ের বৃদ্ধি, জীবনযাত্রার মানের উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণ।
[ii] স্ত্রী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সকলের জন্য ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করা।\
Here’s an introduction to the Class 10 Economics syllabus for the Tripura Board of Secondary Education (TBSE). This will provide you with a foundation and an overview of what to expect in the subject. For More information and other subject available here https://studytripura.com/
Leave a Reply