Class 10 Geography Notes TBSE PDF Introduction to Class 10 Geography: TBSE Syllabus
Geography is the study of the Earth’s physical features, its atmosphere, and the relationships between people and their environments. For Class 10 under the Tripura Board of Secondary Education (TBSE), the Geography syllabus is designed to provide students with a comprehensive understanding of both physical and human geography. We are share very relevant geography notes hare that help you for preparation of upcoming bord exam 2024-2025
অতি সংক্ষিপ্ত উত্তর দাও : মান: ২
৫. কোনো অঞ্চলে শিল্প স্থাপনে কাঁচামাল ও জলের গুরুত্ব লেখো ৷
উত্তরঃ কোনো অঞ্চলে শিল্প স্থাপনে কাঁচামাল ও জলের গুরুত্ব
* কাঁচামাল: কাঁচামালের প্রকৃতি ও বণ্টন শিল্পের অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশুদ্ধ শ্রেণির
কাঁচামাল ভিত্তিক শিল্প (কার্পাসবয়ন শিল্প) যে-কোনো স্থানে গড়ে উঠতে পারে। কিন্তু অবিশুদ্ধ শ্রেণির কাঁচামালভিত্তিক শিল্পগুলি (লৌহ ও ইস্পাত শিল্প, চিনি শিল্প) কেবলমাত্র কাঁচামাল উৎপাদক অঞ্চলেই গড়ে তোলা লাভজনক ।
* জল: যে অঞ্চলে জলের নিয়মিত সরবরাহ আছে সেই স্থানে শিল্প গড়ে ওঠা লাভজনক। যেমন—দামোদর নদের জলের ওপর ভিত্তি করেই দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে।
৬.. পশ্চিম ভারতে অধিকাংশ কার্পাস বস্ত্রশিল্প
কেন্দ্রগুলি গড়ে উঠেছে কেন ?
উত্তর: পশ্চিম ভারতে কার্পাস বস্ত্র শিল্পের কেন্দ্রীভবনের কারণ: মহারাষ্ট্র ও গুজরাটপশ্চিম ভারতের এই দুটি রাজ্যে ভারতের অধিকাংশ কার্পাস বস্ত্রশিল্প কেন্দ্রগুলি গড়ে
[i] কাঁচামাল: দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকায় প্রচুর পরিমাণে কার্পাস তুলোর চাষ হয়। আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় মিশর থেকেও দীর্ঘ আঁশযুক্ত তুলো আমদানি করা হয়। ফলে এই শিল্পে কাঁচামালের নিরবচ্ছিন্ন জোগান রয়েছে।
[ii]) আবহাওয়া: সমুদ্রের তীরবর্তী আর্দ্র আবহাওয়ায় সুতো সহজে ছিঁড়ে যায় না।
৭.শ্রমশিল্প বলতে কী বোঝো ? শ্রমশিল্পকে ভারতের অর্থনৈতিক উন্নতির মেরুদণ্ডরূপে গণ্য করা হয় কেন ?
উত্তর: শ্রমশিল্প: কাঁচামালকে প্রক্রিয়াকরণের মাধ্যমে অধিক উপযোগী ও মূল্যবান দ্রব্যে রূপান্তরিত করে বিশাল পরিমাণ দ্রব্য উৎপাদনকে শ্রমশিল্প বলা হয়।
→শ্রমশিল্পকে ভারতের অর্থনৈতিক উন্নতির মেরুদণ্ড বলার কারণ: শ্রমশিল্পকে ভারতের অর্থনৈতিক উন্নতির মেরুদণ্ড বলার কারণগুলি হল—
*কৃষির আধুনিকীরণ : কৃষির আধুনিকীকরণে শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ।
* কর্মসংস্থান: শ্রমিশল্পের প্রসার ঘটল বহু মানুষের কর্মসংস্থান হয় এবং দেশে বেকারত্ব কমে, দারিদ্র্যের পরিমাণ হ্রাস পায় বিশেষ করে আদিবাসী অধ্যুষিত
পিছিয়ে পড়া অঞ্চলে শ্রমশিল্প স্থাপনের দ্বারা আঞ্চলিক আয়বৈষম্য হ্রাস পায়।
৮.কৃষিভিত্তিক ও খনিভিত্তিক শিল্পের পার্থক্য লেখো ৷
উত্তর: কৃষিভিত্তিক ও খনিভিত্তিক শিল্পের পার্থক্য: কৃষিভিত্তিক ও খনিভিত্তিক শিল্পের মধ্যে পার্থক্যগুলি হল—
কৃষিভিত্তিক শিল্প খনিভিত্তিক শিল্প
এক্ষেত্রে কাঁচামাল এক্ষেত্রে কাঁচামাল
কৃষিক্ষেত্র থেকে সংগ্রহ মূলত খনি থেকে করা হয় সংগৃহীত হয়
এই শিল্পে মূলত এই শিল্পে মূলত
ভোগ্যপণ্য উৎপন্ন করা মূলধনী সামগ্রী
হয়। উৎপন্ন করা হয়
ভূগোল
সম্পদ ও উন্নয়ন :
সঠিক উত্তর বাছাই কর: মান: ১
১. ভারতের মোট ভূমিভাগের মধ্যে সমতলভূমির পরিমাণ
- A) 43%
- B) 30%
- C) 27%
- D) 34%
উত্তর: A) 43%।
২. কোনটি মৃত্তিকা ক্ষয়রোধের পদ্ধতি নয় ?
- A) উৎখাত ভূমি
- B) ছায়াবলয়
- C) সমোন্নতি রেখা বরাবর চাষ
- D) ফালিচাষ
উত্তর: A) উৎখাত ভূমি ।
৩. কোনটি ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ?
- A) অম্লধর্মী
- B) উর্বর
- C) ক্ষারধর্মী
- D) বেশি হিউমাসযুক্ত
উত্তর: A) অম্লধর্মী।
৪. ডেকানট্র্যাপ অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তা হল—
- A) পলিমৃত্তিকা
- B) কৃষ্ণমৃত্তিকা
- C) লোহিত মৃত্তিকা
- D) শুষ্ক মৃত্তিকা
উত্তর: B) কৃয়মৃত্তিকা ।
৫. EEZ বা স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চলের সীমানা
উপকূলরেখা থেকে সমুদ্রের দিকে—
- A) 50 নটিক্যাল মাইল
- B) 100 নটিক্যাল মাইল
- C) 200 নাটক্যাল মাহ
- D) 275 নটিক্যাল মাইল
উত্তর: C) 200 নটিক্যাল মাইল।
৬.পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে সামঞ্জস্য হল
A)অর্থনৈতিক উন্নয়ন
- B) মানব উন্নয়ন
- C) স্থিতিশীল উন্নয়ন
- D) শিল্পোন্নয়ন
উত্তর: C) স্থিতিশীল উন্নয়ন।
৭. মালিকানা অনুসারে সম্পদ কত প্রকার ?
- A) 3 প্রকার
- B) 4 প্রকার
- C) 5 প্রকার
- D) 7 প্রকার
উত্তর: B) 4 প্রকার ।
৮.1992 খ্রিস্টাব্দে বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়—
- A) কলকাতায়
- B) রিও ডি জেনেইরোতে
- C) টোকিওতে
- D) জেনেভায়
উত্তরঃ B) রিও ডি জেনেইরোতে।
৯. পাঞ্জাব ও হরিয়ানার মোট বপন এলাকার শতকরা মান
- A) 49 ভাগ
- B) 65 ভাগ
- C) 80 ভাগ
- D) 90 ভাগ
উত্তর:C) ৪০ ভাগ ।
১০. রেগুর নামে পরিচিত যে মৃত্তিকা তা হল—–
- A) ল্যাটেরাইট মৃত্তিকা
- B) লোহিত মৃত্তিকা
- C) পলিমৃত্তিকা
- D) কৃষ্ণমৃত্তিকা
উত্তর:D) কৃষ্ণমৃত্তিকা
১১.সকল প্রকার কৃষির উপযোগী হল—
- A) পলিমৃত্তিকা
- B) লোহিত মৃত্তিকা
- C) ল্যাটেরাইট মৃত্তিকা
- D) অরণ্য মৃত্তিকা
উত্তরঃ A) পলি মৃত্তিকা
১২.ব্রুন্ডল্যান্ড কমিশন গঠিত হয়—
- A) 1968 খ্রিস্টাব্দে
B)1974 খ্রিস্টাব্দে
- C) 1978 খ্রিস্টাব্দে
- D) 1987 খ্রিস্টাব্দে
উত্তর: D) 1987 খ্রিস্টাব্দে।
১৩. সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হল—
- A) প্রকৃতি
- B) সংস্কৃতি
- C) মানুষ
- D) প্রযুক্তি
উত্তর: A) প্রকৃতি।
১৪. জলবিদ্যুৎ একটি——
- A) গচ্ছিত সম্পদ
- B) প্রবহমান সম্পদ
- C) অদ্বিতীয় সম্পদ
- D) দুষ্প্রাপ্য সম্পদ
উত্তর: B) প্রবহমান সম্পদ।
১৫. প্রবহমান সম্পদকে বলা হয়-
- A) ক্ষয়িষ্ণু সম্পদ
- B) অক্ষয়িষ্ণু সম্পদ
- C) জৈব সম্পদ
- D) অজৈব সম্পদ
উত্তর: B) অক্ষয়িষ্ণু সম্পদ।
১৬.^রিও ডি জেনেইরো বিশ্ব সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
- A) 1982 খ্রিস্টাব্দে
- B) 1972 খ্রিস্টাব্দে
- C) 1992 খ্রিস্টাব্দে
- D) 1993 খ্রিস্টাব্দে
উত্তর: C) 1992 খ্রিস্টাব্দে।
১৭. এজেন্ডা 21 স্বীকৃতি পায়—
- A) বিংশ শতাব্দীতে
- B) একবিংশ শতাব্দীতে
- C) ঊনবিংশ শতাব্দীতে
- D) উপরের কোনোটিই নয়
উত্তর: B) একবিংশ শতাব্দীতে।
১৮.সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে
- A) প্রকৃতি
- B) মানুষ
- C) সংস্কৃতি
- D) কোনোটিই নয়
উত্তর: B) মানুষ।
১৯.একটি পরিবেশ মিত্র সম্পদ হলো
- A) পেট্রোলিয়াম
- B) কয়লা
- C) প্রাকৃতিক গ্যাস
- D) সৌরশক্তি
উত্তর: D) সৌরশক্তি
এক কথায় উত্তর দাও: মান –১
১.সম্পদ পরিকল্পনা কী ?
উত্তর: সম্পদের বিচক্ষণ বা পরিপূর্ণ ব্যবহারের জন্য গৃহীত সর্বজনীন কৌশলই হল সম্পদ পরিকল্পনা ।
২.সম্পদের অতি ব্যবহারের গুরুত্বপূর্ণ কারণ কী ?
উত্তরঃ সম্পদের অতি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ কারণ হল—জনসংখ্যার বৃদ্ধি।
৩.পাতক্ষয় কী ?
উত্তর: মৃত্তিকার ঊর্ধ্বস্তর জলের সঙ্গে ধৌত হয়ে গেলে তাকে পাতক্ষয় বলে।
৪.শেল্টার বেল্ট বা ছায়া বলয় কী ?
উত্তর: [ মরু লাগোয়া এলাকায় বালিয়াড়ির অগ্রগমন আটকাতে এবং কৃষিজমিকে বালির সঞ্চয় থেকে রক্ষা করতে বায়ুর গতিপথে আড়াআড়িভাবে সারি দিয়ে বৃক্ষরোপণ করে ছায়া সৃষ্টি করা হয়। এরূপ গাছের সারিকে শেল্টার বেল্ট বা ছায়া বলয় বলা হয়।
৫. ভারতের বেশিরভাগ অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ কী ?
উত্তর: ভারতের বেশিরভাগ অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ হল অরণ্য নিধন।
৬.খাদার ও পলি মৃত্তিকার মধ্যে কোনটি নবীন এবং কোনটি প্রাচীন।
উত্তর: খাদার নবীন মৃত্তিকা এবং পলি প্রাচীন মৃত্তিকা।
৭. এজেন্ডা 21 কী ?
উত্তর: এজেন্ডা 21 হল 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘ পরিবেশ এবং উন্নয়ন সম্মেলনে বিশ্ব নেতৃত্বের দ্বারা স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী স্থিতিশীল উন্নয়ন অর্জন করা।
৮. কার্পাস বা তুলা চাষের পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত মৃত্তিকা কোটি ?
উত্তর: কার্পাস বা তুলা চাষের পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত মৃত্তিকা হল কৃষ্ণমৃত্তিকা।
৯. ল্যাটেরাইট শব্দটির অর্থ কী ? এটি কোন্ শব্দ থেকে এসেছে ?
উত্তর: ল্যাটেরাইট শব্দটির অর্থ হল ইট। এটি ল্যাটিন শব্দ ‘Later’ থেকে এসেছে।
১০. র্যাভাইন ?
উত্তর: উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে ক্রমশ গভীর খাড়া পাড়যুক্ত খাত সৃষ্টি হয়ে যে ভয়াবহ ক্ষয় হয়, তাকে র্যাভাইন ক্ষয় বলে । উদাহরণ—চম্বল অববাহিকায় র্যাভাইন ক্ষয় দেখা যায়।
১১. সম্পদ সংরক্ষণ কী ?
উত্তর: সম্পদের অপচয় ও অপব্যবহার রোধ করে বিজ্ঞানসম্মত ব্যবহার এবং ভোগের হার কমিয়ে সম্পদকে ভবিষ্যতের জন্য সঞ্চয় ও পরিমাণ বৃদ্ধি করাকে সম্পদ সংরক্ষণ বলে।
১২. পার্বত্যভূমির ঢালু অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধের উপায়গুলি কী কী ?
উত্তর: পার্বত্যভূমির ঢালু অঞ্চলে মৃত্তিকা ক্ষয়
রোধের উপায়গুলি হল—ধাপ চাষ, সমোন্নতি রেখা চাষ ও ফালি চাষ ।
১৩. ভারতের কোথায় কোথায় অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকা ক্ষয় পাচ্ছে ?
উত্তর: ভারতের পাঞ্জাব ও হরিয়ানা এই রাজ্যদুটিতে
অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকা ক্ষয় পাচ্ছে।
১৪. প্রাদেশিক জলভাগ কাকে বলে ?
উত্তর: সমুদ্রের উপকূল থেকে 1.2 নটিক্যাল মাইল বা 22 কিমি পর্যন্ত অঞ্চলকে প্রাদেশিক জলসীমা বলা হয়।
১৫. ২০০ নটিক্যাল মাইলের বাইরের সামুদ্রিক অংশ কী নামে পরিচিত ?
উত্তর: 200 নটিক্যাল মাইলের বাইরের সামুদ্রিক অংশ উন্মুক্ত মহাসাগর নামে পরিচিত।
১৬. পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের উদাহরণ দাও ।
উত্তর: পুনর্ভব সম্পদের উদাহরণ: বনভূমি, মৎস্যক্ষেত্র, সৌরশক্তি
অপুনর্ভব সম্পদের উদাহরণ: কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, আকরিক লোহা প্রভৃতি ৷
১৭. জৈব ও অজৈব সম্পদের উদাহরণ দাও ।
উত্তর: জৈব সম্পদের উদাহরণ: মাছ, প্রাণী,উদ্ভিদ
অজৈব সম্পদের উদাহরণ: লোহা ও তামা।
বন ও বন্যপ্রাণী সম্পদ
সঠিক উত্তর বাছাই করো: মান: ১
১.সংরক্ষণ নীতির মধ্যে কোনটি কোনো সম্প্রদায়ের অংশগ্রহণের সঙ্গে সরাসরি জড়িত নয় ?
A)যৌথ বন পরিচালনা
- B) চিপকো আন্দোলন
- C) বীজ বাঁচাও আন্দোলন
- D) বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানা নির্ধারণ
উত্তর: D) বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানা নির্ধারণ ।
২. বনভূমি থাকা প্রয়োজন দেশের মোট ক্ষেত্রফলের শতকরা কত অংশে ?
- A) 50%
- B) 40%
- C) 33%
- D) 20%
উত্তর: C) 33% ।
৩. পশ্চিমবঙ্গের বেশিরভাগ উদ্ভিদ হল-
- A) ম্যানগ্রোভ প্রকৃতির
- B) আর্দ্র পর্ণমোচী প্রকৃতির
- C) চিরহরিৎ প্রকৃতির
- D) সরলবর্গীয় প্রকৃতির
উত্তর: B) আর্দ্র পর্ণমোচী প্রকৃতির।
৪.ভারত সরকারের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত—
- A) দেরাদুনে
- B) দিল্লিতে
- C) মুম্বই
- D) কটকে
উত্তর: A) দেরাদুনে
৫. ভারতে বনভূমি সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়
- A) 1947 খ্রিস্টাব্দে
- B) 1975 খ্রিস্টাব্দে
- C) 1980 খ্রিস্টাব্দে
- D) 2010 খ্রিস্টাব্দে
উত্তর: C) 1980 খ্রিস্টাব্দে।
৬.নীচের যে প্রজাতির মধ্যে গোলাপি মাথাযুক্ত হাঁস অন্তর্ভুক্ত—
- A) বিরল প্রজাতি
- B) স্থানীয় প্রজাতি
- C) বিলুপ্ত প্রজাতি
- D) বিপন্ন প্রজাতি
উত্তর: C) বিলুপ্ত প্রজাতি ।
৭. যে গাছের পাতা থেকে কর্কট রোগের প্রতিষেধক তৈরি হয় —
- A) ইউ
- B) সর্পগন্ধা
- C) সিঙ্কোনা
- D) বাসক
‘উত্তর: A) ইউ।
৮. একটি দুর্বল প্রজাতি হল—
- A) এশীয় বন্য ষাঁড়
- B) এশীয় চিতা
- C) ধনেশ পাখি
- D) এশীয় হাতি
উত্তর: B) এশীয় হাতি ।
৯. কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
- A) অসম
- B) বিহার
C)পশ্চিমবঙ্গ
- D) রাজস্থান
উত্তর: A) অসম।
১০. উকাই প্রকল্প অবস্থিত
- A) তামিলনাড়ুতে
- B) গুজরাটে
- C) মহারাষ্ট্রে
- D) মধ্যপ্রদেশে
উত্তর: B) গুজরাটে।
১১. করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত__
- A) বিহার
- B) রাজস্থান
- C) উত্তরাখণ্ড
- D) মধ্যপ্রদেশ
উত্তর: C) উত্তরাখণ্ড
১২. গির উদ্যান কিসের জন্য বিখ্যাত
- A) বাঘ
- B) সিংহ
- C) বানর
- D) শেয়াল
উত্তর: A) বাঘ
১৩. কাশ্মীরি হরিণ কোন উদ্যানে পাওয়া যায়
- A) রাজাজি
- B) বন্দিপুর
- C) গির
- D) দাচিগ্রাম
উত্তর: D) দাচিগ্রাম
এক কথায় উত্তর দাও:- মান -১
১.IUCN এর Full From
উত্তর: International Union for Conservation of Nature
২. কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: মধ্যপ্রদেশের সাতপুরার মৈকাল শ্রেণীর উপর অবস্থিত।
৩. কাজিরাঙ্গা কেন বিখ্যাত?
উত্তর: কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডার এর জন্য বিখ্যাত।
৪. ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর: করবেট হলো ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান
৫. মুদুমালাই অভয়ারণ্য কি জন্য বিখ্যাত?
উত্তর: ভারতীয় চিতা, বেঙ্গল টাইগার, জংলি বেড়াল, ঢোলে, সোনালী নেকড়ে, ইত্যাদি।
৬. পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত এবং কি জন্য বিখ্যাত?
উত্তর: পেরিয়ার অভয়ারণ্য কেরালায় অবস্থিত এবং বেঙ্গল টাইগার, এশীয় হাতি ,গৌর ,সম্বর ,বন্য শুকর ইত্যাদি জন্য বিখ্যাত।
৭.বিপন্ন প্রজাতি কাকে বলে?
উত্তর: বিপন্ন প্রজাতি (Endangered Species) : বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির জন্য যেসব প্রজাতির সংখ্যা ক্রমশ কমছে এবং যাদের বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের বিপন্ন প্রজাতি বলে ।
উদা: কৃয়সার হরিণ, কুমির, গন্ডার, সিংহ ইত্যাদি।
৮. দুর্বল প্রজাতি কাকে বলে?
উত্তর: দুর্বল প্রজাতি (Vulnerable Species) : যেসব প্রজাতির জীবের সংখ্যা খুব দ্রুত হ্রাস পাচ্ছে, তাদের দুর্বল প্রজাতি বলে। কে দ্রুত প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন না ঘটালে এইসব প্রজাতির সংখ্যা কমতেই থাকবে।
উদা: নীল ভেড়া, এশিয়ার হাতি, গাঙ্গেয় ডলফিন ইত্যাদি।
৯. স্থানীয় প্রজাতি কাকে বলে?
উত্তর: স্থানীয় প্রজাতি (Endemic Species) : যেসব প্রজাতির জীবগোষ্ঠী একটি নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্র বা অঞ্চলের মধ্যে বসবাস করে, তাদের স্থানীয় প্রজাতি বলে
উদা আন্দামানের টিল, নিকোবরের পায়রা, অরুণাচল প্রদেশের মিথুন ইত্যাদি।
১০. বিলুপ্ত প্রজাতি কাকে বলে?
উত্তর: বিলুপ্ত প্রজাতি (Extinct species): যেসব প্রজাতির জীবেরা তাদের বাসস্থান থেকে চিরতরে লুপ্ত হয়ে গেছে, তাদের বিলুপ্ত প্রজাতি বলে।
উদা: এশীয় চিতা, গোলাপি মাথাযুক্ত হাঁস, ডোডো পাখি ইত্যাদি।
১১.ভারতের সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল কোনটি?
উত্তর: সুন্দরবন (পশ্চিমবঙ্গ)
১২. ভারতের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম লেখ?
উত্তর: পশ্চিমবঙ্গের – সুন্দরবন,
উড়িষ্যার- সিমলিপাল,
মধ্যপ্রদেশের- বান্ধবগড় ,
কর্নাটকের- বন্দিপুর
কেরলের – পেরিয়ার
কৃষি:
সঠিক উত্তর বাছাই করো: মান :১
১.জুমচাষ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
কী নামে পরিচিত ?
- A) লাদাভ
- B) বে
- C) কুমারী
- D) দীপা
উত্তর: D) দীপা
২. জুমচাষ অথবা কর্তন ও দহন কৃষিপদ্ধতি কোন প্রকার কৃষির অন্তর্গত ?
- A) আদিম জীবিকাভিত্তিক
- B) নিবিড় জীবিকাভিত্তিক
- C) বাণিজ্যিক
- D) উদ্যান কৃষি
উত্তর: A) আদিম জীবিকাভিত্তিক।
৩.ভেনেজুয়েলার জুমচাষ যে নামে পরিচিত—
- A) রোকা
- B) কোনুকো
- C) মসোলে
- D) মিলপা
উত্তর: B) কোনুকো
৪. কোন্ প্রকার কৃষিতে জমির ওপর চাপ খুব বেশি হয় ?
- A) নিবিড় জীবিকাভিত্তিক
- B) বাগিচা
- C) বাণিজ্যিক
- D) উদ্যান কৃষি
উত্তর: A) নিবিড় জীবিকাভিত্তিক ।
৫. মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভর করে চাষ
করা হয়—
- A) রবিশস্য
- B) খারিফ শস্য
- C) জায়েদ শস্য
- D) কোনোটিই নয়
উত্তর: B) খারিফ শস্য।
৬. চা, কফি, রবার—এগুলি যে কৃষিতে উৎপাদন করা হয়
- A) আদিম জীবিকাভিত্তিক
- B) নিবিড় জীবিকাভিত্তিক
- C) বাগিচা কৃষি
- D) উদ্যান কৃষি
উত্তর: C) বাগিচা কৃষি
৭. ভারতের প্রধান খাদ্যশস্যটি হল—
- A) মিলেট
- B) গম
- C) ভুট্টা
- D) ধান
উত্তর: D) ধান
৮.উত্তর এবং উত্তর-পূর্ব ভারতের সমভূমির প্রধান ফসলটি হল-
- A) কার্পাস
- B) ধান
- C) চা
- D) ইক্ষু
উত্তর: B) ধান।
৯.ভারতে সবথেকে বেশি রবার চাষ হয়—
- A) তামিলনাড়ু
- B) কেরল
- C) মেঘালয়
- D) ত্রিপুরা
উত্তর: B) কেরল
১০. ভারতে প্রথম কফির চাষ শুরু হয়-
- A) নীলগিরি পাহাড়ি অঞ্চল
- B) অসম
- C) হিমাচল প্রদেশ
- D) বাবাবুদান পাহাড়
উত্তর: D) বাবাবুদান পাহাড় কোনটিকে
১১. ভারতের মধ্যে সর্বাধিক চা উৎপাদন করে—
- A) তামিলনাড়ু
- B) পশ্চিমবঙ্গ
- C) কেরালা
- D) অসম
উত্তর:D) অসম।
১৩.ডাল উৎপাদনে ভারতের স্থান—
- A) প্রথম
- B) তৃতীয়
- C) চতুর্থ
- D) সপ্তম
উত্তর: A) প্রথম।
১৪.শিম্বগোত্রীয় উদ্ভিদ হল—
- A) মটর
- B) গম
- C) ভুট্টা
- D) বাজরা
উত্তর: A) মটর।
১৫. গম, সরিষা, মটর ইত্যাদি কোন্ প্রকার
শস্যের উদাহরণ ?
- A) রবিশস্য
- B) জায়েদ শস্য
- C) খারিফ শস্য
- D) উপরোক্ত প্রতিটিই সঠিক
উত্তর:A) রবিশস্য
১৬.সোনালি তত্ত্ব বলা হয়—
- A) পাট
- B) তুলা
- C) শন
- D) ইক্ষুকে
উত্তর: A) পাট
সংক্ষিপ্ত কথায় উত্তর দাও: মান -৩
১. বাণিজ্যিক কৃষি কাকে বলে ? বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো ।
উত্তর: বাণিজ্যিক কৃষি: শ্রম ও যন্ত্র উভয় শক্তি
প্রয়োগ করে, উচ্চফলনশীল বীজ, রাসায়নিক
সার, কীটনাশক, আধুনিক প্রযুক্তি প্রভৃতি
আধুনিক উপাদান ব্যবহার করে বাণিজ্যিক
পর্যায়ে ফসল উৎপাদন করাকে বাণিজ্যিক
কৃষি বলা হয়।
→ বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্য: বাণিজিক
কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি হল—
[i] এই ধরনের কৃষিতে জনসংখ্যার তুলনায়
জমির পরিমাণ বেশি অর্থাৎ মাথাপিছু
জমির পরিমাণ বেশি হয়।
[ii] বাণিজ্যিক কৃষিতে জোত বা জমির আয়তন
বড়ো হয়।
[iii] জোতের আয়তন বড়ো হওয়ার জন্য
কৃষিকাজে ব্যাপকভাবে যন্ত্রপাতির ব্যবহার
লক্ষ করা যায়।
[iv] কৃষিকাজের প্রধান উদ্দেশ্য থাকে বাজারের
চাহিদার ওপর। অর্থাৎ জনসংখ্যার পরিমাণ
কম বলে অধিকাংশ ফসলই বাজারে
বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয়।
২. ভারতের দুটি প্রধান খাদ্যশস্যের নাম লেখো। এই দুটি শস্য চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো ।
উত্তর: ভারতের প্রধান খাদ্যশস্য: ধান ও গম হল
ভারতের দুটি প্রধান খাদ্যশস্য ।
→ ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ : ধান ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ফসল। ভারতের অধিকাংশ কৃষিজমিতে ধান চাষ হয় ৷
*উষ্ণতা : গড় উষ্ণতা 25° সে-এর বেশি
থাকা প্রয়োজন ৷
*বৃষ্টিপাত : গড় বার্ষিক বৃষ্টিপাত 100 সেমি – 200 সেমি ধান চাষের পক্ষে বিশেষ উপযোগী।
* আর্দ্রতা : চারাগাছ বৃদ্ধির সময় অধিক আর্দ্রতা ও ফসল কাটার সময় শুষ্ক আবহাওয়া প্রয়োজন ।
*মৃত্তিকা : নদী উপত্যকার উর্বর পলিমাটিতে ধানের চাষ ভালো হয়।
* ভূমি : নদী উপত্যকা, বদ্বীপ ও উপকূলীয় সমভূমিতে প্রচুর ধান চাষ হয় ৷
৩.ভারতের প্রধান দুটি পানীয় ফসলের নাম লেখো। এই দুটি পানীয় ফসলের উৎপাদক অঞ্চল সম্পর্কে লেখো।
উত্তর: ভারতের প্রধান পানীয় ফসল: ভারতের
প্রধান দুটি পানীয় ফসল চা ও কফি।ভারতের দুটি পানীয় ফসলের উৎপাদক অঞ্চল:
চা উৎপাদক অঞ্চল: চা ভারতের একটি গুরুত্বপূর্ণ পানীয় ফসল। ভারত চা উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। ভারতের অসম, পশ্চিমবঙ্গ (দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা), তামিলনাড়ু এবং কেরল হল প্রধান চা উৎপাদক রাজ্য। এ ছাড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ এবং ত্রিপুরায় চা উৎপন্ন হয়।
কফি উৎপাদক অঞ্চল: ভারতীয় কফি তার উৎকৃষ্ট মানের জন্য বিশ্ববিখ্যাত। ভারতে আরবীয় কফি উৎপন্ন হয়। সারা বিশ্বজুড়ে আরবীয় কফির বিপুল চাহিদা রয়েছে। ভারতে কফির চাষ প্রথম শুরু হয় কর্ণাটকের বাবাবুদান পাহাড়ি অঞ্চলে। বর্তমানে নীলগিরি পর্বতের আশেপাশে, কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুতে কফির চাষ হয়।
৪.গাঙ্গেয় সমভূমি অঞ্চল ধান উৎপাদনে উন্নত কেন ?
উত্তর: গাঙ্গেয় সমভূমি অঞ্চল ধান উৎপাদনে উন্নত হওয়ার কারণ: ভারতের সবচেয়ে বেশি ধান চাষ হয় গঙ্গানদী অববাহিকার পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যে। পশ্চিমবঙ্গে ভারতের মোট ধান উৎপাদনের 14.23 শতাংশ উৎপাদিত হয়। বর্ধমানকে পশ্চিমবঙ্গের ‘ধানের ভাণ্ডার’ বলা হয়। এই অঞ্চলটি ধান উৎপাদনে উন্নত হওয়ার কারণগুলি হল—
[i] সমতলভূমি ও উর্বর মৃত্তিকা : গঙ্গা অববাহিকার সমতলভূমি পলিসমৃদ্ধ উর্বর মৃত্তিকা দ্বারা গঠিত। এই মাটির জলধারণ ক্ষমতা বেশি হওয়ায় ধান চাষের উপযোগী।
[ii] জলবায়ু : এই অঞ্চল উন্ন-আর্দ্র ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত এবং এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত 100 সেমি 200 সেমি, যার – বেশিরভাগটাই বর্ষাকালে হয়। এর ফলে প্রায় সমগ্র অঞ্চলেই বৃষ্টিনির্ভর আমন ধানের চাষ হয়।
[iii] জলসেচের সুবিধা : কূপ ও নলকূপ,জলাশয়, সেচখাল প্রভৃতি মাধ্যম ছাড়াওগঙ্গা সমভূমিতে জলসেচের সুযোগ খুববেশি। উন্নত জলসেচের কারণে এখানে রবিশস্য হিসেবে বোরো ধানের চাষ হয়।
জলসেচের কারণেই গঙ্গা সমভূমির একটা বড়ো অংশের জমিতে বছরে দু-বার ধান চাষ হয় ৷
[iv] আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার :1980 খ্রিস্টাব্দের পর পশ্চিমবঙ্গেআধুনিক কৃষিপ্রযুক্তি (উন্নত বীজ, সার,
কীটনাশক) ব্যবহারের মধ্যে দিয়ে ধানের উৎপাদনশীলতা দ্রুত হারে বাড়ানো সম্ভব হয়েছে।
৫. বাগিচা কৃষি বলতে কী বোঝো ? বাগিচা
কৃষির তিনটি বৈশিষ্ট্য লেখো ।
উত্তর: বাগিচা কৃষি: একটি বাগান তৈরি করে তার
ভিতরে একই ধরনের চারাগাছ রোপণ করে
বাণিজ্যিক উদ্দেশ্যে যে কৃষিকাজ করা হয়,
তাকে বাগিচা কৃষি বলে। এখানে একই গাছ
থেকে বহু বছর ফসল পাওয়া যায়। চা ও
কফি ভারতের দুটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসল।
→ “বাগিচা কৃষির বৈশিষ্ট্য: বাগিচা কৃষিরপ্রধান বৈশিষ্ট্যগুলি হল—
[i] জমি : লোকালয় থেকে দূরে যেখানেজনসংখ্যার চাপ কম, জমির দাম কম, সেখানে বিরাট মাপের কৃষিজমিতে এই কৃষিব্যবস্থা গড়ে ওঠে।
[ii] বাজার : প্রধানত অন্তর্দেশীয় ও বৈদেশিকবাজারে চাহিদার ওপর ভিত্তি করে বাগিচা কৃষিতে ফসল চাষ করা হয়।
[iii] কৃষি ও শিল্পের যৌথ সমাবেশ : অধিকাংশ কৃষি বাগিচাগুলির সঙ্গে কারখানা গড়ে উঠতে দেখা যায়। যেমন—চা বাগানের সঙ্গে চায়ের ফ্যাক্টরি, রাবার বাগিচার পাশে রাবার ফ্যাক্টরি থাকে।
শ্রমশিল্প
সঠিক উত্তর বাছাই করো: মান -১
১. নীচের কোন শিল্পে চুনাপাথর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ?
- A) অ্যালুমিনিয়াম
- B) প্লাস্টিক
- C) সিমেন্ট
- D) মোটরগাড়ি
উত্তর: C) সিমেন্ট।
২. নীচের কোন্ সংস্থা সার্বজনিক ক্ষেত্রে ইস্পাতের বাজারের ব্যবস্থা করে ?
- A) HAIL
- B) SAIL
- C) TATA Steel
- D) MNCC
উত্তর: B) SAIL
৩.সরকারি উদ্যোগ (Public Sector) -এর
একটি শিল্প হল—
- A) TISCO
B)SAIL
- C) OIL
- D) Dabous Industries
উত্তর: B) SAIL
৪. ভারতে সবথেকে বেশি পাটকল যে রাজ্যে অবস্থিত—
- A) ওড়িশা
- B) পশ্চিমবঙ্গ
- C) অসম
- D) বিহার
উত্তর: B) পশ্চিমবঙ্গ
৫.শ্রমশিল্প যে প্রকার অর্থনৈতিক কাজের অন্তর্গত—
- A) প্রথম শ্রেণির
- B) তৃতীয় শ্রেণির
- C) কোনোটিই নয়
- D) দ্বিতীয় শ্রেণির ।
উত্তর:D) দ্বিতীয় শ্রেণির
৬. একটি মূল শিল্প হল—
- A) লৌহ-ইস্পাত
- B) চিনি
- C) ভোজ্য তেল
- D) তথ্যপ্রযুক্তি
উত্তর: A) লৌহ-ইস্পাত ।
৭. কোন্ শিল্পের অবদান GDP-তে সর্বাপেক্ষা বেশি ?
- A) রবার
- B) পাট
- C) চিনি
- D) কার্পাস বস্ত্রবয়ন
উত্তর: D) কার্পাস বস্ত্রবয়ন ।
৮. কোন্ শিল্পে শ্রমিক নিযুক্তির সংখ্যা সবথেকে বেশি ?
- A) লৌহ-ইস্পাত
- B) কার্পাস বস্ত্রবয়ন
- C) পাট
- D) রেশম
উত্তর: B) কার্পাস বস্ত্রবয়ন
৯. ভারত কোন্ দেশে সবথেকে বেশি সুতা
রপ্তানি করে ?
- A) জাপানে
- B) মিশরে
- C) ফ্রান্সে
- D) আফ্রিকার দেশসমূহে
উত্তর: A) জাপানে ।
১০. ভারতে সবথেকে বেশি চিনিকল কোন রাজ্যে অবস্থিত ?
- A) তামিলনাড়ু
- B) মহারাষ্ট্র
- C) বিহার
- D) উত্তরপ্রদেশ
উত্তর: D) উত্তরপ্রদেশ
১১. ভারতের বৈদ্যুতিন রাজধানী বলা হয় যে শহরকে
- A) দিল্লি
- B) কলকাতা
- C) হায়দরাবাদ
- D) বেঙ্গালুরু
উত্তর: D) বেঙ্গালুরু
১২. জাতীয় পাট শিল্প নীতি গ্রহণ করা
হয়েছে—
- A) 2005 খ্রিস্টাব্দে
- B) 2009 খ্রিস্টাব্দে
- C) 2011 খ্রিস্টাব্দে
- D) 2014 খ্রিস্টাব্দে
উত্তর: A) 2005 খ্রিস্টাব্দে।
১৩. ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় যে শহরকে আমেদাবাদ
- A) হাওড়া
- B) চেন্নাই
- C) উদয়পুর
- D) আমেদাবাদ ।
উত্তর:D) আমেদাবাদ ।
১৪.ভারতের উপকূলীয় ইস্পাত শিল্পকেন্দ্রটি
হল-
- A) বিশাখাপত্তনম
- C) ভদ্রাবতী
- B) সালেম
- D) দুর্গাপুর
উত্তর: A) বিশাখাপত্তনম ।
এক কথায় উত্তর দাও: মান: ১
১.‘ভারতের ডেট্রয়েট’ কোন্ শহরকে বলা হয় ?
উত্তর: ‘ভারতের ডেট্রয়েট’ চেন্নাইকে বলা হয়।
২. ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম সিমেন্ট শিল্পের সূচনা ঘটে ?
উত্তর: 1904 খ্রিস্টাব্দে ভারতে প্রথম শিল্পের সূচনা ঘটে।
৩.‘ভারতের সিলিকন ভ্যালি’ কোন্ শহরকে বলা হয় ?
উত্তর: বেঙ্গালুরু শহরকে ‘ভারতের সিলিকন ভ্যালি’ বলা হয়।
৪. ভারত নাইট্রোজেনযুক্ত সার উৎপাদনে কোন্ স্থান দখল করে ?
উত্তর: ভারত নাইট্রোজেনযুক্ত সার উৎপাদনে তৃতীয় স্থান দখল করে।
৫. দুটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও।
উত্তর: দুটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ হল চিনি
শিল্প ও কার্পাস বস্ত্রবয়ন শিল্প ।
৬.ভারী শিল্পের দুটি উদাহরণ দাও ।
উত্তর: ভারী শিল্পের দুটি উদাহরণ হল—[i] লৌহ-
ইস্পাত শিল্প, [ii] জাহাজ নির্মাণ শিল্প ।
৭.ভারতে প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে ?
উত্তর: ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় 1855
খ্রিস্টাব্দে কলকাতার নিকট রিষড়ায়।
৮. ঢালাই লোহা কী ?
উত্তর: মারুতচুল্লিতে আকরিক লোহা গলানোর পর ওই গলিত পদার্থকে ছাঁচে ঢালা হয়, যাকে
ঢালাই লোহা বলা হয়।
৯. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি ?
উত্তর: ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
হল ছত্তিশগড়ের ভিলাই ।
১০.BPO এর সম্পূর্ণ নাম?
উত্তর: Business Process Outsourcing
১১. ভারতের কোথায় সর্বপ্রথম সিমেন্টে সিল্পকেন্দ্র স্থাপিত হয়।
উত্তর: চেন্নাই।
১২.বৃহত্তম দুগ্ধ উৎপাদন উদ্যোগ AMUL কোন্ ধরনের মালিকানার শিল্পোদ্যোগ ?
উত্তর: বৃহত্তম দুগ্ধ উৎপাদন উদ্যোগ AMUL
সমবায় মালিকানার শিল্পোদ্যোগ ।
১৩. একটি যৌথ উদ্যোগ শিল্পের উদাহরণ দাও।
উত্তর: যৌথ উদ্যোগে গঠিত একটি শিল্পের উদাহরণ হলে অয়েল ইন্ডিয়া লিমিটেড।
অতি সংক্ষিপ্ত উত্তর দাও: মান -২
১.‘হুগলি নদীর দুই তীরে পাট শিল্পের কেন্দ্রীভবন লক্ষ করা যায়’–কারণসমূহ আলোচনা করো ।
উত্তর হুগলি নদীর দুই তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ। হুগলি নদীর দুই তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের প্রধান কারণগুলি হল—
[i] এই অঞ্চল থেকে পাট উৎপাদক অঞ্চলের নৈকট্য।
[ii] স্বল্প খরচে পরিবহণের সুবিধা রয়েছে।
[iii] শিল্পে জ্বালানির জন্য ব্যবহৃত কয়লা রানিগঞ্জ থেকে প্রাপ্তির সুবিধা ।
২.ভোক্তাসাধন শিল্প কী ?
উত্তর: যে শিল্পগুলির উৎপাদিত দ্রব্য ভোক্তারা
সরাসরি ব্যবহার করতে পারে তাদের
ভোক্তাসাধন শিল্প বলা হয়।
যেমন—চিনি, টুথপেস্ট, কাগজ, সেলাই মেশিন, পাখা/
ইত্যাদি।
৩. জলদূষণের প্রধান কারণ কী ?
উত্তর জলদূষণের প্রধান কারণ: জলদূষণের
প্রধান কারণ হল শিল্পক্ষেত্র থেকে নির্গত
দূষিত জল। এই জল পরিশোধন না করে
নদীতে ফেলার ফলে অধিকমাত্রায় জলদূষণ
ঘটে। এ ছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত
উম্ন জল শীতল না করে নদী বা হ্রদে ফেলা
হলে জলজ জীব মারা যায় ও জলজ বাস্তুতন্ত্র
বিঘ্নিত হয় ৷
৪. ভারতের কৃষি শিল্প উন্নতিতে সাহায্য করেছে কিভাবে?
উত্তর: ভারতের কৃষি শিল্পোন্নতিতে সাহায্য
করেছে—
ব্যাখ্যা: ভারতে শিল্পোন্নতিতে কৃষিক্ষেত্রের
গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারতের কৃষি
কীভাবে শিল্পোন্নতিতে সাহায্য করছে তা
নিম্নে আলোচনা করা হল—
*কৃষিতে উৎপন্ন দ্রব্য বা পণ্য কৃষিভিত্তিক শিল্পের প্রধান কাঁচামাল তাই কৃষিকাজ ব্যতীত কৃষিভিত্তিক শিল্প গুলি অচল।
*ভারতের সবুজ বিপ্লবের পর কৃষি কাজের নতুন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
Leave a Reply