Madhyamik History Suggestion 2024-25 | TBSE Class 10th History Suggestion 2024 -25| মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন 2024-25
ইতিহাস : HISTORY Suggestion for half yearly 2024-25
ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব:–
সঠিক উত্তরটি বাছাই করো: মান-1
১. ফ্রেডারিক সরোঁ ছিলেন একজন—
(ক) ফরাসি নাট্যকার
খ) ফরাসি চিত্রকার
গ) ফরাসি লেখক
উত্তর: (খ) ফরাসি চিত্রকার।
২.‘রক্ত ও লৌহ’ নীতিটি ছিল—
ক) অটোভন বিসমার্কের
খ) প্রথম উইলিয়ামের
গ) যোসেফ ম্যাৎসিনির
উত্তর: (ক) অটোভন বিসমার্কের।
৩. যখন ফ্রান্স হাঁচি দেয়, তখন সমগ্র ইউরোপে ঠান্ডা অনুভূত হয়”—মন্তব্যটি করেন—
(ক) ডিউক মেটারনিক
খ) জোসেফ ম্যাৎসিনি
গ) লুই ফিলিপ
উত্তর: (ক) ডিউক মেটারনিক।
৪. কার্বোনারি গুপ্ত সমিতি’ গঠন করেন—
ক) জোসেফ ম্যাৎসিনি
খ) ডিউক মেটারনিক
(গ) কাউন্ট ক্যামিলো দ্য ক্যাভুর
উওর: (ক) জোসেফ ম্যাৎসিনি।
৫. শুল্ক সংঘ’ অথবা ‘জোলভারিন’ স্থাপিত হয়—
ক)1643 খ্রিস্টাব্দে
খ)1743 খ্রিস্টাব্দে
গ) 1834 খ্রিস্টাব্দে
উত্তরঃ গ)1834 খ্রিস্টাব্দে।
৭.”এলি” ছিল–
(ক) ওজন মাপার একক
(খ) দৈর্ঘ্য মাপার একক
গ) একটি মুদ্রার নাম
উত্তরঃ খ) দৈর্ঘ্য মাপার একক।
৯. ফ্র্যাঙ্কফ্রুট সংসদ গঠন করা হয়—
ক) 1848-এর মার্চে
খ) 1848-এর ফেব্রুয়ারিতে
গ) 1848-এর এপ্রিল
উত্তরঃ খ) 1848- এর ফেব্রুয়ারিতে ।
১০.) ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন’ গঠিত হয়—
ক )1807 খ্রিস্টাব্দে
খ)1773 খ্রিস্টাব্দে
গ) 1707 খ্রিস্টাব্দে
উত্তর: গ) 1707 খ্রিস্টাব্দে।
১১. ‘ইয়ং ইতালি’ গঠন করেন
ক) ক্যাভুর
খ) ম্যাৎসিনি
গ) দ্বিতীয় ভিক্টর ইম্যানুয়েল
উত্তর: (খ) ম্যাৎসিনি।
১২. ‘হিন্দ স্বরাজ’ বইটির লেখক ছিলেন—
ক) মহাত্মা গান্ধি
খ) সুভাষ চন্দ্র বসু
গ) জওহরলাল নেহরু
ঘ) চিওরঞ্জন দাশ
উত্তর: ক) মহাত্মা গান্ধি।
১৩. ‘লাইপজিগের সন্ধি’ স্বাক্ষরিত হয়—
ক) 1813 খ্রিস্টাব্দে
খ) 1815 খ্রিস্টাব্দে
গ) 1834 খ্রিস্টাব্দে
ঘ) 1852 খ্রিস্টাব্দে
উত্তর: ক)1813 খ্রিস্টাব্দে
১৪. বাস্তিল দুর্গের পতন হয়—
ক) 1897 খ্রিস্টাব্দে
খ)1479 খ্রিস্টাব্দে
গ)1789 খ্রিস্টাব্দে
ঘ) 1580 খ্রিস্টাব্দে
উত্তরঃ গ) 1789 খ্রিস্টাব্দে।
পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও : মান-1
১. “The Bald Eagle” কোন দেশের জাতীয়প্রতীক?
উত্তর: “The Bald Eagle” আমেরিকার জাতীয় প্রতীক।
২. কখন ফেব্রুয়ারি বিপ্লবের সূচনা হয়?
উত্তর: 1848 থিঃ ফেব্রুয়ারি বিপ্লবের সূচনা হয়।
৩. “ভাঙা শেকল” কিসের প্রতীক ছিল?
উত্তর: “ভাঙা শেকল’ স্বাধীনতার প্রতীক।
৪. ভূমিদাস প্রথা কোথায় চালু ছিল?
উওর: ভূমিদাস প্রথা রাশিয়াতে চালু ছিল।
৫. গ্যারিবন্ডি কে ছিলেন?
উত্তর: উ: গ্যারিবন্ডি ছিলেন, আধুনিক ইটালির সুষ্টা এবং এক মহান বিপ্লবী।
৬. জাসেক ম্যাৎসিনি ছিলেন?
উত্তর: জোসেফ ম্যাৎসিনি ছিলেন ইটালির এঁক্য আন্দোলনের সময়কার একজন গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী নেতৃত্ব। যিনি ইয়ং ইটালি এবং ইয়ং ইউরোপ নামে দুটি দল গঠন করেন।
৭. ওক গাছের পাতার মুকুট কীসের প্রতীক?
উত্তর: ওক গাছের পাতার মুকুট বীরত্বের প্রতীক।
৮. অটো ভন বিসমার্ক কে ছিলেন?
উত্তর: অটোভন বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী। তিনি তার “রক্ত ও লৌহ” নীতি দ্বারা জার্মানির এঁক্যবদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
৯. উদীয়মান সূর্যের রশ্মিকে কিসের প্রতীক হিসেবে ধরা হত?
উত্তর: উদীয়মান সূর্যের রশ্মিকে নতুন যুগের প্রতীক হিসেবে ধরা হত।
১০. ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল?
উত্তর: ফরাসি বিপ্লবের ফলে বুরবৌ রাজবংশকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
১১. La patrie and Le citoyen কথার অর্থ কি?
উত্তর: La patrie কথার অর্থ হল পিতৃভূমি এবং Le citoyen কথার অর্থ হল নাগরিক।
১২. এস্টেট জেনারেলের নাম পরিবর্তন করে কি রাখা হয়?
উত্তর: এস্টেট জেনারেলের নাম পরিবর্তন করে ‘জাতীয় পরিষদ’ করা হয়
১৩. কোন অঞ্চলগুলি বলকান নামে পরিচিত?
উত্তর: কৃষ্ণসাগর এবং অ্যাড্রিয়াটিক সাগরের মধ্যবর্তী স্থানের অঞ্চলগুলি বলকান নামে পরিচিত।
১৪. ভিয়েনা সম্মেলন সভাপতি কে ছিলেন?
উত্তর: ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিখ।
১৫. ‘Liberalism’ শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর: ‘Liberalism’ শব্দটি লাতিন শব্দ ‘Liber’ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হল মুক্ত বা স্বাধীন।
১৬. ‘ইয়ং ইটালি‘ নামে গোপন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ইটালির ঐক্য আন্দোলনের বিপ্লবী নেতা ম্যাৎসিনি ছিলেন ‘ইয়ং ইতালি’ নামে গোপন সমিতির প্রতিষ্ঠাতা।
১৭. কোন চুক্তির মাধ্যমে গ্রীস ইউরোপে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
উত্তর:1832 খ্রিস্টাব্দের কনস্ট্যানটিনোপলের চুক্তির মাধ্যমে গ্রীস ইউরোপে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ পায়।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: মান ২
১. ভূ-স্বামী কাদের বলা হয়?
উত্তর: ভূস্বামীরা ছিল এক ধরনের জমিদার শ্রেণী, যারা নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গরীব কৃষকদের উপর চরম অত্যাচার করত, এবং নিজেরা লাভের পুরোটাই ভোগ করত।
. কোড নেপোলিয়ন কি?
উত্তর: সমগ্র ফরাসি সাম্রাজ্যে একই ধরনের আইনকানুন প্রচলনের জন্য সম্রাট নেপোলিয়ন ১৮০৭ খ্রিস্টাব্দে বিভিন্ন আইন সংকলন করে যে বিধিবদ্ধ ফরাসি আইন রচনা করেন, তাকেই বলা হয় ‘কোড নেপোলিয়ন’ বা নেপোলিয়নের আইন সংহিতা।
৩. রক্ত-লৌহ নীতি বলতে কি বুঝ?
উত্তর: বিসমার্কের বিদেশনীতি বা জার্মানির একীকরণ প্রক্রিয়া ‘রক্ত-লৌহ’ নীতি নামে পরিচিত ছিল। এই নীতির মধ্য দিয়ে বিসমার্ক সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেন।
৪. ইউরোপে জাতীয়তাবাদ উন্মেষের দুটি কারণ লেখ?
উত্তর: ইউরোপে জাতীয়তাবাদ উন্মেষের দুটি কারণ হলো–
- নেপোলিয়নের অভিযান ইউরোপের বুকে জাতীয়তাবাদের যে আগুন প্রজ্বলিত করেছিল তা সময়ের সঙ্গে সঙ্গে দাবানলের মত ছাড়িয়ে পড়ে ।
- উদারপন্থীরা ব্যক্তিগত সম্পত্তির অধিকারের উপর জোর দেওয়ায় শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায় ।
৫. ঐক্যবদ্ধ ইটালি গঠনে ম্যাৎসিনির ভূমিকা কি ছিল?
উত্তর: a) ইটালির ঐক্য আন্দোলনের প্রথম পর্বের নেতা হিসেবে তার লক্ষ্য ছিল ঐক্যবদ্ধ ইটালিতে রাজতন্ত্রের স্থলে প্রজাতন্ত্র স্থাপন করা।
- b) ঐক্য আন্দোলনে তিনি বিদেশি সাহায্যের পরিপন্থী ছিলেন।
৬. কিভাবে ঐক্যবদ্ধ জার্মানী গড়ে উঠেছিল?
উত্তর: 1871 খ্রিস্টাব্দে জার্মানি একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এই সাফল্য অত সহজে আসেনি। তা সম্ভব হয়েছিল নানান প্রতিকূলতা কাটিয়ে দীর্ঘ লড়াইয়ের পর ।
৭. কোড নেপোলিয়নের দুটি ( 1804 খ্রিস্টাব্দে)গুরুত্ব লেখ?
উত্তর: •এর দুটি গুরুত্ব হল—
- a) এই আইন সংহিতা দ্বারা ফ্রান্সে আইনের চোখের সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়।
- b) ভূমিদাস প্রথার বিলোপ ঘটিয়ে সামন্ততন্ত্রের অবসান ঘটানো হয়।
৮. আফ্রিকাকে কেন ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ‘ বলা হয়?
উত্তর: উনিশ শতক পর্যন্ত ইউরোপীয়দের কাছে আফ্রিকা প্রায় অজানাই ছিল। বিশেষ করে আফ্রিকার অভ্যন্তরীণ ভূভাগ ছিল তাদের কাছে অজানা, অপরিচিত তথা অন্ধকারাচ্ছন্ন । এজন্য আফ্রিকা মহাদেশকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ।
ভারতে জাতীয়তাবাদ:
সঠিক উত্তর বাছাই করো:- মান-১
১. গেরিলা আন্দোলন হয়েছিল—
ক) গুজরাটে
খ) অন্ধ্রপ্রদেশে
গ) চম্পারনে
ঘ) মধ্যপ্রদেশ
উত্তর: খ) অন্ধ্রপ্রদেশে।
২.‘ডোমিনিয়ন স্ট্যাটাস‘ দেওয়ার কথা ঘোষণা করেন–
ক) লর্ড আরউইন
(খ) লর্ড ব্যাটেন
গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড টমাস
উত্তর: ক) লর্ড আরউইন।
৩. “হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিকান আর্মি” গঠিত হয়—
ক)1929 খ্রিস্টাব্দে
খ)1928 খ্রিস্টাব্দে
গ) 1934 খ্রিস্টাব্দে
ঘ) 1965 খ্রিস্টাব্দে
উত্তর: খ) 1928 খ্রিস্টাব্দে।
৪.‘গান্ধি-আরউইন চুক্তি’ স্বাক্ষরিত হয়—
ক )1929 খ্রিস্টাব্দের 5 মার্চ
খ) 1930 খ্রিস্টাব্দের 5 মার্চ
গ) 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ
ঘ) 1932 খ্রিস্টাব্দের 5 মার্চ
উত্তর: গ)1931 খ্রিস্টাব্দের ১ মার্চ
৫. খেদা অবস্থিত –
ক) গুজরাটে
খ) উত্তর প্রদেশে
গ) মিরাটে
ঘ) আমেদাবাদ
উত্তর: ক) গুজরাটে
৬. পূর্ণ স্বরাজের কথা প্রথম ঘোষিত হয়—
ক) কংগ্রেসের নাগপুর অধিবেশনে
খ) কংগ্রেসের পুণা অধিবেশনে
গ) কংগ্রেসের লাহোর অধিবেশনে
উত্তরঃ গ) কংগ্রেসের লাহোর অধিবেশনে (1929 খ্রিস্টাব্দে)
৭) আল্লুরি সীতারাম রাজু ছিলেন—
ক) সত্যাগ্রহ আন্দোলনের প্রণেতা
খ) গেরিলা আন্দোলনের নেতা
গ) শ্রমিক আন্দোলনের নেতা
উত্তর: (খ) গেরিলা আন্দোলনের নেতা।
৮. বারদৌলি আন্দোলনের নেতৃত্ব দেন—
ক) বল্লভভাই প্যাটেল
খ) দাদাভাই নাওরোজি
গ) খান আব্দুল গফফর খান
উত্তর: ক) বল্লভভাই প্যাটেল।
৯. হিন্দু স্বরাজ পুস্তকের লেখক হলেন–
ক) নেহরু
খ) প্যাটেল
গ) গান্ধীজি
ঘ) সিং
উত্তর: গ) গান্ধীজি (1909 খ্রীষ্ট)
১০. রাওলাট আইন তৈরি হয় —
ক) 1934 খ্রিস্টাব্দে
খ) 1919 খ্রিস্টাব্দে
গ) 1914 খ্রিস্টাব্দে
ঘ) 1920 খ্রিস্টাব্দে
উত্তর: খ) 1919 খ্রিস্টাব্দে
১১. “কিষান সভা” কখন গঠিত হয় —
ক) 1914 খ্রিস্টাব্দে
খ) 1931খ্রিস্টাব্দে
গ) 1934 খ্রিস্টাব্দে
ঘ) 1936 খ্রিস্টাব্দে
উত্তর: ঘ) 1936 খ্রিস্টাব্দে
Madhyamik History Suggestion 2024-25 | TBSE Class 10th History Suggestion 2024 -25| মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন 2024-25
এক কথায় উত্তর দাও: মান -১
১.মহাত্মা গান্ধি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন?
উত্তর: মহাত্মা গান্ধি 1915 খ্রিস্টাব্দে দক্ষিন আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন গোপালকৃষ্ণ গোখলে এর আদেশ এ।
২. চম্পারন সত্যাগ্রহ কখন সংগঠিত হয়?
উত্তর: চম্পারন সত্যাগ্রহ 1916 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ ছিল এটি ।
৩.আমেদাবাদে গান্ধিজি কাদের নিয়ে সত্যাগ্রহ করেন?
উত্তর: আমেদাবাদে গান্ধিজি সুতি বস্ত্র কারখানার
শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ করেন।
৪. কখন রাওলাট আইন তৈরি হয়?
উত্তর: 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি হয়।
৫. কংগ্রেসের নাগপুর অধিবেশন কখন অনুষ্ঠিত হয়?
উত্তর: কংগ্রেসের নাগপুর অধিবেশন 1920 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়।
৬. “কিষান সভা” কখন গঠিত হয়?
উত্তর: ‘কিষান সভা’ গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। কিন্তু 1920 খ্রিস্টাব্দে অবোধ কিষান সভা গঠিত হয় প্রাদেশিকভাবে।
৭. England Emigration Act – এর মাধ্যমে কি নিষিদ্ধ করা হয়?
উত্তর: 1859 খ্রিস্টাব্দের England Emigration Act– এর মাধ্যমে অনুমতি ছাড়া বাগিচা শ্রমিকদের চা বাগান ত্যাগ নিষিদ্ধ হয়েছিল এবং প্রকৃতপক্ষে তাদের কদাচিৎ ওই অনুমতি দেওয়া হতো।
৮. “স্বরাজ্য দল” কারা গঠন করেন?
উত্তর: “স্বরাজ্য দল” গঠন করেন মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস।
৯. সাইমন কমিশন কখন ভারতে আসেন?
উত্তর: 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসেন।
১০. কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তর: কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জহরলাল নেহরু।
১১. পরাধীন ভারতে প্রথম কখন স্বাধীনতা দিবস পালন করা হয়?
উত্তর: পরাধীন ভারতে 1930 খ্রিস্টাব্দের 26 শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়।
১২ ডান্ডি অভিযান কখন শুরু হয়?
উত্তর: ডান্ডি অভিযান শুরু হয় 1930 খ্রিস্টাব্দের 11 মার্চ।
১৩. “সীমান্ত গান্ধী” নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: “সীমান্ত গান্ধী” নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফফর খান।
১৪. প্রথম গোল টেবিল বৈঠক কখন অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931 খ্রিস্টাব্দের মধ্যে লন্ডনে। 1931 খ্রিস্টাব্দে ওই সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় এবং তৃতীয়বার অনুষ্ঠিত হয় 1932 সালে।
১৫. কারা আইন সবাই বোমা নিক্ষেপ করেন?
উত্তর: ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1929 খ্রিস্টাব্দে আইনসভায় বোমা নিক্ষেপ করেন।
১৬. গান্ধীজী `হরিজন` নামে কাদের অভিহিত করেন?
উত্তর: গান্ধীজী অস্পৃশ্যদের “হরিজন” নাম দেন যার অর্থ ছিল ভগবানের সন্তান।
১৭. গোরিলা আন্দোলনের একজন নেতার নাম কি?
উত্তর: গোরিলা আন্দোলনের একজন নেতার নাম আল্লুরি সীতারাম রাজু।
সংক্ষিপ্ত উত্তর দাও: মান -৪
১. ডান্ডি অভিযান কি? ডান্ডি অভিযানের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: ডান্ডি অভিযান: জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনে লবণ আইন ভঙ্গ ছিল একটি অন্যতম কর্মসূচি। গান্ধীজীর গুজরাটের ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের শুভ সূচনা করেন। ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ তিনি ৭৮ জন অনুগামী নিয়ে গুজরাটের সবরমতী আশ্রম থেকে পদযাত্রা শুরু করে ২৪০ মাইল পথ ২৪ দিনে অতিক্রম করে ৫ই এপ্রিল ডান্ডিতে পৌঁছান সেখানে ৬ এপ্রিল তিনি লবণ প্রস্তুত করে লবণ আইন অমান্য করেন ।
গুরুত্ব: গান্ধীজীর ডান্ডি অভিযান সারা ভারতে এক অভূতপূর্ব উন্মাদন সৃষ্টি করে ।
যেমন: a) এই অভিযানের মধ্য দিয়ে সারা দেশ জুড়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয় ।
- b) গান্ধীজীর লবণ সত্যাগ্রহ সূত্র ধরে দেশের নানা প্রান্তের লবণ আইন ভঙ্গ করা সূচনা হয়।
- c) গান্ধীজীর উদ্দেশ্য সফল হয় কারণ তিনি চেয়েছিলেন লবণ সত্যাগ্র মধ্য দিয়ে দেশের বৃহত্তম সংখ্যক নিম্নবিত্ত মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শামিল করা।
২. ভারতের জাতীয়তাবাদী ভাবধারা বিকাশের কারণগুলি আলোচনা কর।
উত্তর: ভারতের জাতীয়তাবাদী ভাবধারা বিকাশের পাশ্চাত্যে কয়েকটি কারণ ছিল, যথা —-
- a) এক জাতীয় নেতৃবৃন্দের কার্যকলাপ ও মনীষীদের দেশাত্মবোধক রচনার মধ্য দিয়ে জাতীয়তাবাদের বিকাশ লাভ করে। যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের অবদান অনস্বীকার্য ।
- b) ব্রিটিশরা প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থা ও অর্থনীতিকে হীন প্রতিপন্ন করতে শুরু করলে ভারতীয়দের মধ্যে পুনরুদ্ধারের জন্য দায়িত্ব জাতীয়তাবোধ গড়ে ওঠে
- c) আধুনিক শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটলে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।
- d) ভারতের লোকসংস্কৃতির পুনর্জাগরণের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটে । উনিশ শতকের শেষের দিকে ভারতীয় জাতীয়তাবাদীরা চারণ কবিদের গাওয়া লোকগাথাগুলি রেকর্ড করতে থাকেন ।
৩. গান্ধীজীর নেতৃত্বে গঠিত সত্যাগ্রহ আন্দোলনের তাৎপর্য নির্ণয় কর।
উত্তর: পরাধীন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধীর আবির্ভাব যেন ‘আলোকবর্তিকা’ স্বরূপ। তার বিরোধী আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও ভিত্তি ছিল সত্যাগ্রহ ।
[1] গান্ধীজীর প্রেরণা: প্রখ্যাত রুশ লেখক লিও টলস্টয়ের কিংডম অব্ গড এবং ব্রিটিশ লেখক রাসকিনের আন্টু দিজ লাস্ট গ্রন্থ দুটি পরে গান্ধীজীর সত্যাগ্রহ আন্দোলন অনুপ্রাণিত হন বলে জানা যায়।
[2] গান্ধীজি সত্যাগ্রহ:
- a) ‘ সত্যাগ্রহ ‘ হলো একটি নৈতিক শক্তি। ‘ সত্যাগ্রহ ‘ শব্দটি ‘ সত্য ‘ ও ‘ আগ্রহ ‘ এ দুটি শব্দের সমাজবদ্ধ রূপ।এর অর্থ হল সত্তে অবিচল থাকার প্রতিজ্ঞা।
- b) গান্ধীজি মনে করতেন মানুষের আচরিত ধর্ম গুলির মধ্যে মূল ধর্ম হওয়া উচিত অহিংসা। কারণ, হিংসা হলো মানুষের মনের এক পাশবিক প্রবৃত্তি। হিংস্রতা কাপুরুষতারই একটি ঘৃন্য দিক।
- c) গান্ধীজীর সত্যাগ্রহের মূল কথা হলো, ‘ আত্মার শক্তি ‘ বা ‘ প্রেমের শক্তি ‘ । তিনি মনে করতেন শত্রুকে শান্তিপূর্ণ উপায়ে ও অহিংস পথে পরাজিত করতে হবে; হিংসার পথে নয় ।
- d) তার মতে প্রেম, অহিংসা ও শুভ চেতনার মন্ত্র দিয়ে শত্রুর মন জয় করা যায় । তিনি ছিলেন আজীবন সত্য ও অহিংসার পূজারী।
৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি? জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড পথিকরা কি ছিল?
উত্তর: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড: প্রথম বিশ্বযুদ্ধের কালে পাঞ্জাব নানা কারণে উত্তপ্ত ছিল সেখানে রাওলাট আইনের বিরোধিতা চলছিল পাঞ্জাবের দুই জনপ্রিয় নেতা ডঃ সত্যপাল ও ডঃ সাইফুদ্দিন কিচলু কে গ্রেফতার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানকার শাসনভার সামরিক বাহিনীর হাতে নেস্ত করা হয়। সভাসমিতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তা সত্ত্বেও ১৩ ই এপ্রিল প্রায় ১০ হাজার লোক অমৃতসরের কাছে জলিয়ানওয়ালাবাগ নামক স্থানে নিরশ্র ভাবে এক প্রতিবাদ সভায় মিলিত হয় । ওই স্থানের একটিমাত্র প্রবেশদ্বার ছাড়া সব দিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। সমাবেশ চলাকালীন সময়ে ডায়ারের নির্দেশে দুটি সৈন্যবাহিনী নিরস্র জনগণের উপর প্রায় ১৬০ রাউন্ড গুলি চালায় এতে সরকারি হিসেবে ১৭৯ জন নিহত আর ১২০০ জন আহত হয় । এই হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড নামে পরিচিত ।
প্রতিক্রিয়া : এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি পরিত্যাগ করেন। গান্ধিজি ইংরেজ সরকারকে ‘শয়তান সরকার’ বলে নিন্দা করেন। তিনি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে মন্তব্য করেন, “এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে ধ্বংস করতেই হবে”। ক্ষিপ্ত জনগণ বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটিয়েছিল।
৫. ভারতের মহিলারা কিভাবে আইন অমান্য আন্দোলনে শামিল হয়েছিল আলোচনা কর।
উত্তর: গান্ধীজীর ডাকে সাড়া দিয়ে ভারতের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আইন অমান্য আন্দোলনের সামিল হয়েছিল
[1] মহিলাদের অংশগ্রহণ: গান্ধীজী পরিচালিত যে আন্দোলনে দেশের মহিলাদের প্রথম সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়, তা হল আইন অমান্য আন্দোলন।
[2] মহিলাদের কর্মসূচি: মহিলারা মিটিং মিছিলের শামিল হন লবণ তৈরি করেন এবং বিদেশি বস্ত্র ও মদের দোকানের সামনে পিকেটিং করেন ।
[3] গ্রেপ্তার কর্মসূচি: আন্দোলন করতে গিয়ে বহু মহিলা গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন।
[4] সম্ভ্রান্ত মহিলাদের অংশগ্রহণ: শহরাঞ্চল থেকে উচ্চ বর্ণের মহিলাদের এবং গ্রাম অঞ্চল থেকে ধনী কৃষক পরিবারের মহিলাদের আন্দোলন অংশগ্রহণ করতে দেখা যায়।
[5] আদর্শ: মহিলাদের কাছে দেশের সেবা ছিল একটি পবিত্র কর্তব্য।
ত্রিপুরার ইতিহাস:
এক কথায় উত্তর দাও : মান ১
১. ত্রিপুরা রাজ্যের আয়তন কত?
উত্তর: ত্রিপুরা রাজ্যের আয়তন হলো 10,491
২.ত্রিপুরা বর্তমান জনসংখ্যা কত?
উত্তর: ত্রিপুরার বর্তমান জনসংখ্যা হচ্ছে 41,84,959
৩. ক্ষুদ্রতমের দিক দিয়ে ত্রিপুরা ভারতের কততম ক্ষুদ্রতম রাজ্য?
উত্তর: ক্ষুদ্রতমের দিক দিয়ে ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য।
৪. কত সালে ভারত সরকার ত্রিপুরার শাসনভার গ্রহণ করেন?
উত্তর:15 oct 1949 সালে ভারত সরকার ত্রিপুরার শাসন গ্রহণ করেন।
৫. ভারত ভুক্তির পূর্ব পর্যন্ত ত্রিপুরায় কতজন রাজা শাসন করেছিলেন?
উত্তর: 184 জন রাজা।
৬. ত্রিপুরা শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর: অনেকের মতে ত্রিপুরা শব্দটি ককবরক ভাষার “তুইপ্রা” শব্দ থেকে এসেছে যার অর্থ জলের কাছাকাছি কোন স্থান।
৭. ত্রিপুরার সর্বশেষ রাজা কে ছিলেন?
উত্তর: ‘মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য’ ছিলেন ত্রিপুরা সর্বশেষ রাজা(1923–47)
৮. কে দক্ষ অফিসার নিয়োগের লক্ষ্যে প্রথম “সিভিল সার্ভিস ক্যাডার “গড়ে তোলেন?
উত্তর: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য।
৯. বীর বিক্রম কিশোর মানিক্যের লেখা দুটি উল্লেখযোগ্য নাটকের নাম লেখ।
উত্তর: “চাঁদ কুমুদিনী” ও “শ্রীরাধাকৃষ্ণের লীলা বিলাস”।
১০. বীর বিক্রম কিশোর মানিক্যের অবসান ঘটে কবে?
উত্তর: 1947 সালে 17 মে।
১১. ভারত সরকার কবে TTAADC গঠন করেন?
উত্তর:1982 সালে ভারত সরকার সংবিধানের 7- ম তফসিল অনুসারে Tripura Tirbal Autonomous Areas District Council (TTAADC) গঠন করেন।
১২. কবে উত্তর-পূর্বাঞ্চল আইন পাশ হয়।
উত্তর: ১৯৭১ সালের ৩০ ই ডিসেম্বর।
১৩.ত্রিপুরা কোন শ্রেণীর রাজ্য।
উত্তর: ′গ′ শ্রেণীর ।
১৪. কাউন্সিল অফ রেজেন্সি এর প্রধান সভাপতি কে ছিলেন।
উত্তর: মহারানী কাঞ্চন প্রভা দেবী।
১৫.কাউন্সিল অফ রেজেন্সি কবে ভেঙে দেওয়া হয়।
উত্তর:১৯৪৮ সালের ১২ই জানুয়ারি।
১৬. কবে ভারতের সংবিধান চালু হয়।
উত্তর: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
১৭. ′দেওয়ান′ কি।
উত্তর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে পূর্বে একসময় দেওয়ান বলা হতো।
সংক্ষিপ্ত উত্তর দাও: মান -২
১.ত্রিপুরা নামের উৎপত্তি কীভাবে?
উত্তর:ত্রিপুরা নামের বুৎপত্তি ত্রিপুরার পৌরানিক মহারাজা ত্রিপুর-এর নাম হতে ‘ত্রিপুরা’ নামের উৎপত্তি হয়েছে বলে অনেকের ধারণা । অন্য একটি মতানুসারে স্থানীয় ককবরক শব্দ তৈপ্রা বা তুইপ্রা হতে ত্রিপুরা শব্দের উৎপত্তি হয়েছে – ককবরক ভাষার তৈ বা তুই শব্দের অর্থ হল জল, আর “প্রা— হল “নিকটে’ । তৈপ্ৰা বা তুইপ্রা(জলের নিকটবর্তীস্থান ) থেকে ধীরে ধীরে তেপ্পা, তিপ্রা তথা “ত্রিপুরা’ শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন।
২. “কাউন্সিল অফ রিজেন্সী “কি?
উত্তর: কিরিটবিক্রম কিশোর নাবালক থাকাকালীন তৎকালীন ব্রিটীশ গভর্ণমেন্ট এর সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরার শাসনব্যবস্থা পরিচালনার জন্য চার সদস্য যুক্ত একটি ‘কাউন্সিল অব বা রাজ প্রতিনিধি পরিষদ গঠন করা হয়। এবং ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট সমগ্র ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যও এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস রূপে পালন করে ।
৩.চাকলা রোশনাবাদ কী?
উত্তর:চাকলা রোশনাবাদ হল ত্রিপুরা রাজ্যের সংলগ্ন সমতল ভূমির একটি বড় জমিদারি । ত্রিপুরা রাজ্যের ইতিহাস থেকে এটা স্পষ্ট মনে হয় যে চাকলা রোশনাবাদ এক সময় রাজ্যের অংশ ছিল।
৪.ত্রিপুরার রাজাদের পূর্বে পদবী কি ছিল? ত্রিপুরার প্রথম মুদ্রা প্রচলন করেন?
উত্তর: ত্রিপুরা রাজাদের আদিতে বা পূর্বে পদবী ছিল ″ফা″। ত্রিপুরায় প্রথম মুদ্রা প্রচলন করেন রত্ন মানিক্য।
মান চিত্র নির্ণয় করো:
(1) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার স্থান,
(২) গুজরাটের খেদা,
(৩) বিহারের চম্পারন,
(৪) পাঞ্জাবের অমৃতসর,
(৭) আহমেদাবাদ
(৮) আসামের একটি বাগিচা অঞ্চল,
(৯) চৌরিচৌরা,
(১০) ভারতের একটি বন্দর
(১১) অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার স্থান,
(১২) পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয় যেখানে।
Madhyamik History Suggestion 2024-25 | TBSE Class 10th History Suggestion 2024 -25| মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন 2024-25
Leave a Reply