সত্যেন্দ্রনাথ দত্ত

  1. সত্যেন্দ্রনাথ দত্ত-এর উপাধি কী ছিল?

    কবিকুলগুরু
    ছন্দের জাদুকর
    কাব্য সম্রাট
    বঙ্গসাহিত্যাচার্য
  2. সত্যেন্দ্রনাথ দত্ত কোন ধরনের কবিতার জন্য বিখ্যাত ছিলেন?

    ভক্তিমূলক
    দেশাত্মবোধক
    রোমান্টিক
    বিদ্রোহী
  3. সত্যেন্দ্রনাথ দত্ত কোন পত্রিকায় লিখতেন?

    প্রবासी
    কুন্তলিনী
    সন্দেশ
    অদ্বৈত
  4. ‘তীর্থযাত্রা’ কোন কবির কাব্যগ্রন্থ?

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাজী নজরুল ইসলাম
    সত্যেন্দ্রনাথ দত্ত
    জীবনানন্দ দাশ
  5. সত্যেন্দ্রনাথ দত্ত কোন যুগের কবি?

    মধ্যযুগ
    আধুনিক যুগ
    প্রাচীন যুগ
    উত্তর আধুনিক যুগ
  6. সত্যেন্দ্রনাথ দত্ত কোন কবিতায় ‘বীরত্ব’ ও ‘উৎসাহ’-এর প্রশস্তি করেছেন?

    বণিক বংশ
    যুদ্ধধ্বনি
    ভগ্নদূর্গ
    পূর্ণতা
  7. সত্যেন্দ্রনাথ দত্ত কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন?

    দিল্লি বিশ্ববিদ্যালয়
    কোলকাতা বিশ্ববিদ্যালয়
    যাদবপুর বিশ্ববিদ্যালয়
    আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
  8. ‘মহার্ঘ্য বাণী’ কোন ধরনের রচনা?

    উপন্যাস
    নাটক
    প্রবন্ধ
    জীবনী
  9. সত্যেন্দ্রনাথ দত্ত কোন ভাষার কবিতায় প্রভাব ফেলেছেন?

    তেলুগু
    উর্দু
    বাংলা
    সংস্কৃত
  10. তাঁর লেখায় কোন ছন্দের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়?

    অমিত্রাক্ষর
    ত্রিপদী
    পয়ার
    সনেট
  11. সত্যেন্দ্রনাথ দত্ত-এর জন্ম সাল কখন?

    1870
    1882 ✅
    1895
    1901
  12. সত্যেন্দ্রনাথ দত্ত-এর জন্মস্থান কোথায়?

    ঢাকা
    কলকাতা ✅
    যশোর
    চট্টগ্রাম
  13. সত্যেন্দ্রনাথ দত্ত-এর মৃত্যুর সাল কত?

    1922 ✅
    1930
    1915
    1944
  14. সত্যেন্দ্রনাথ দত্ত কোন কাব্যগ্রন্থ রচনা করেন?

    শিশুর মন
    কাব্যতীর্থ ✅
    জীবনসঙ্গীত
    চিত্রলেখা
  15. ‘বাংলার জাদুকরী ছন্দস্রষ্টা’ উপাধি দেওয়া হয়েছে কোন কবিকে?

    মাইকেল মধুসূদন দত্ত
    সত্যেন্দ্রনাথ দত্ত ✅
    জীবনানন্দ দাশ
    কুমার কল্যাণ
  16. সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যে পরিচিত?

    বিশৃঙ্খলতা
    গদ্য রীতি
    সুরেলা কাঠামো ✅
    কাব্যহীনতা
  17. সত্যেন্দ্রনাথ দত্ত প্রাচীন কোন ভাষায় পণ্ডিত ছিলেন?

    হিব্রু
    সংস্কৃত ✅
    ল্যাটিন
    পালি
  18. সত্যেন্দ্রনাথ দত্ত-এর কবিতায় দেশপ্রেম কতটা প্রভাব ফেলেছে?

    সামান্য
    মোটেই নয়
    গভীরভাবে ✅
    বিদেশপ্রেম বেশি
  19. ‘বণিক বংশ’ কবিতার মূল বিষয় কী?

    প্রেম
    ব্যবসা ও শোষণ ✅
    রূপকথা
    মহাকাব্য
  20. সত্যেন্দ্রনাথ দত্ত প্রভাবিত হন—

    নজরুল ইসলাম
    রবীন্দ্রনাথ ঠাকুর ✅
    দ্বিজেন্দ্রলাল রায়
    শঙ্কর দেব


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *